আমি ওয়ার্ডপ্রেস Dashboard-এর ফন্ট সাইজ, কালার ইত্যাদি পরিবর্তন করতে চাচ্ছি। কোন ফাইল এডিট করতে হবে? আমি ওয়ার্ডপ্রেস প্রায় ৯৯% বাংলা করেছি, এখন সমস্যা হচ্ছে বাংলা ফন্ট অনেক ছোট দেখাচ্ছে। ব্রাউজার থেকে আমি বড় করতে পারছি, কিন্তু আমি চাচ্ছি স্থায়ীভাবে ফন্ট সাইজ বড় করতে। মোটামুটি সবগুলো css ট্রাই করেছি, কাজ হচ্ছে না।
কেউ প্লিজ হেল্প করলে উপকৃত হতাম। শুভকামনা।
আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com
https://www.facebook.com/groups/Wordpress2Smashing/
গ্রুপটিতে আপনার সমস্যা জানাতে পারেন। এখানে অনেক ওয়ার্ডপ্রেস এক্সপার্ট আছে 🙂