গত মাসে প্রথম এডসেন্স এর চেক পেয়েছিলাম। ক্যাশ করার জন্নে ইসলামি ব্যাংক এ একাউন্ট করলাম। চেক ও জমা দিলাম। কিন্তু, জমা নেয়ার পর ব্যাংক কর্মকর্তা বললেন, টাকা ক্যাশ করাতে লাগবে প্রায় ৪,০০০ টাকা। শুনে, তো আমার মাথা নষ্ট। এত কষ্ট করে ইনকাম করলাম, আর শুধু শুধু ৪,০০০/= টাকা দিয়ে দিতে হবে ভেবে মনটা দমে গেলো। কারণ, জানতে চাইলে বলল, উনারা নাকি চেক DHL এ পাঠাবে। আর তার জন্নে খর্চ হবে প্রায় ১৫০০ টাকা, এরকম আরও অনেক চার্জ আছে। তাই, টেক্টিউন এর সবার কাছে জানতে চাচ্ছি যে, যারা এডসেন্স চেক ভাঙ্গিয়েছেন, তারা কিভাবে, কত খরচে, কোন ব্যাংক থেকে ভাংগিয়েছেন? দয়া করে একটু জানাবেন কি?
মডারেটরদের প্রতি অনুরুধ। টিঊন সাহায্য/ জিজ্ঞাসা বিভাগে পাঠাবেন না। সমাধান না পাওয়া পর্যন্ত।
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
সব ব্যাংকই তাদের চার্জ বাড়াচ্ছে। তবে IFIC ব্যাংক এখনো ৫০০ টাকাই রাখে। আর ৪০০০ টাকা চার্জ রাখাটা খুব একটা অদ্ভুত না!