বাংলালাওয়ন পোস্টপেইড ডিএক্টিভেইট করব কিভাবে? হেল্প!!

আমার বাংলা লায়ন এ বিল ৩২৭৫ টাকা । কিভাবে কি করি বুঝি না। পোস্টপেইড মডেম। এখন কিভাবে ডিএক্টিভেইট করব? বিল কি পোরটা দেওয়া লাগবে নাকি। দয়া করে কেও হেল্পান .।.।.।।

মাসে মাসে ভাই বিল আসে। আমি ও তো এই চিন্তাই করসিলাম। এখন ব্যবহার না করলে ও বিল আসে।

পরে আবার ধরব না তো 😉 . মোবাইলে খালি মেসেজ পাঠায়

Level 0

আমি manob_shontan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apni Customer Care E Contact koreeeeennnnnnnn

Mail to [email protected] for any billing issue.

ভাই টেনশন নিয়েন না।যদি র কখনই না চালান তবে আপনাকে তারা ধরতে আশবে না আর যদি মডেম চালাতে চান তবে যত দিন এর বিল পায় তা শোধ করে তার পর আবার মডেম চালাতে হবে।

    @ranim-mahfuz: কিন্তু মেসেজ দেওয়া তো থামেই না। এইটা কি করা যায়। প্রতি মাসে বিল বাড়ে

Level 0

আপনি এই নম্বরে ফোন করে 01198989898 আপনার লাইনটি বন্ধ রাখতে বলুন। তারপর এই মেইলে মেইল করে আপনার সংযোগটি বন্ধ রাখতে বলুন [email protected] তবে আপনাকে অবশ্যই আপনার বকেয়া পরিশোধ করে নিতে হবে। নয়তো আপনার পাওনা দিনে দিনে কাবলিওয়ালার মত বাড়তে থাকবে। যা আপনি তাদের এগ্রিমেন্ট অনুয়ায়ী পরিশোধ করতে আইনত বাধ্য।

যদি ব্যবহার না করে থাকেন তাহলে ওরা অনলাইনে ইউসেজ চেক করে আপনাকে ডিসকাউন্ট দিবে এবং ১ মাসের বিল দিয়ে চালু করতে পারবেন। বর্তমানে অফিসে যেয়ে ফর্ম ফিলআপ করে ফ্রিতে কানেকশান বন্ধ রাখা যায়।