সিডি ট্রে বের হচ্ছে না

আমার পিসিখানা মনে হয় আমার সাথে স্যুট করছে না। অথবা আমি পিসির সাথে। একটা না একটা সমস্যা লেগেই আছে। বর্তমান সমস্যা হলো ডিভিডি রম বের হচ্ছে না। কোন কিছু ধরে টেনে বের করব তেমন হাতলও খুঁজে পাইনা। রমের ব্রান্ড আসুস। যদি কেউ বলে দেন কি করলে হারামজাদার মুখ দর্শন সম্ভব হবে কৃতজ্ঞ হয়।

ধন্যবাদ।

Level 2

আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম। আমি আশরাফ, বাড়ী চাটগাঁ। আমার তেমন কোন উচ্চাকাঙ্খা নাই, তাই চাকরি ছেড়ে মাস্টারি করি। জাতি গড়ার কারিগরের ভূমিকা (নামকাওয়াস্তে, শিক্ষকের মূল্য দপ্তরির চেয়েও কম)।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একটা সুচ অথবা জেমস ক্লিপ সোজা করে রেডি হয়ে ড্রাইভের সামনে বসেন, দেখেন ওপেন বাটন টার ঠিক পাশে অথবা আশে পাশে একটা ছোট্ট ফোটা আছে, সুচ বা সোজা করা জেমস ক্লিপ দিয়ে ওই ফোটার ভেতরে জোরে ঠেলা দেন, বাইর হয়ে আসবে

পিসির ব্যাকপাট খুলে,সিডির প্লেটের পাশে যে স্রু আছে সেখানের নাট একটু লুস দেন।আর যদি জামেলায় না জান।তাহলে সিডি ফ্রন্ট এর কাবার এ একটু কোন জিনস দিয়ে সরান তারপরে ঠিতরে সুইটি পুশ করেন।আশারখি কাজে দিবে।ভালো থাকবেন।

এই সমস্যা থেকে মুক্তি পেতে সব সময় একটা ভাল সিডি ঢুকিয়ে রাখবেন। 🙂

আমি তো জোরসে বাড়ি মাইরা বাইর করি

প্রথমে একটা সুচ নিন, অথবা জেমস ক্লিপ। জেমস ক্লিপ হলে ঘুরিয়ে সোজা করে নিন, যাতে তা কোন ফুটার মধ্যে সরলরেখায় প্রবেশ করানো যায়।
এবার আপনার সিডি ড্রাইভে দেখুন, আশেপাশে কোথাও ছোট্ট একটা ফুটা আছে। সেখানে সুই বা জেমস ক্লিপটি ঢুকিয়ে জোরে চাপ দিন, ট্রে বের হয়ে আসতে বাধ্য।

কাম হইছে। ধন্যবাদ সকলকে সাহায্য করার জন্য।