আমি একটি নোটবুক নিতে চাচ্ছি এবং আমার বাজেট ২৫,০০০ টাকা ।
আমি এই ২৫,০০০ টাকার ভিতর একটি নোটবুক সিলেক্ট করেছি।
স্যামসাং N108 । এই নোটবুকটি পছন্দ করার প্রধান কারন হল এটির চার্জ ব্যাকআপ ১২ ঘণ্টা।
আমি নিচে এর প্রধান প্রধান ফিচার গুলো তুলে ধরলাম।
Processor Type | Intel Atom Processor N450 |
Processor Speed | Intel Atom 1.66 GHz |
RAM | 1gb ddr2 |
Hard Disk | 250 GB SATA |
Screen Size | 10.1" WSGA LED-Backlit TFT LCD |
Graphics Card | intel Gma |
Networking | Gigabit Ethernet, Wi-Fi b/g/n, Bluetooth 2.1 |
Webcam | 1.3 MP |
Card Reader | Multi-in-1 Card Reader |
Battery | 6 cell, 12 hours back up |
Software | free all software |
Product Weight (Kg) | 1KG |
Warranty | 01 year warranty international |
আমার উপরের এই প্রশ্ন গুলোর উত্তর পেলে খুব ভালো লাগবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
প্রথমত, চার্জ অবশ্যই ১২ ঘণ্টা পাবেন না। নরমাল কাজ করলে মোটামুটি ৫-৬ ঘণ্টা, সর্বোচ্চ ৭ ঘণ্টা দেবে।
আর কি কাজ করবেন, তার উপর অনেকখানি নির্ভর করবে, এর পারফরমেন্স।
এটা হালকা ধরনের কাজের উপযোগী, কিন্তু হাই কোয়ালিটি ভিডিও বা গেমের জন্য নয়।
সার্ভিসের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছিনা।
আমি দুইটা নেটবুক ব্যবহার করেছি। আরেকটা হচ্ছে এসার এর ১১.৯” মডেল। আমার কাছে এটার পারফরমেন্স (এবং লুক) অনেক ভাল মনে হয়েছে। এটার দাম ২৬৮০০/=, আরেকটা আছে আসুসের, ১২” মডেল। ওটাও ভাল হবে, স্যামসাং এর চেয়ে তো বটেই…