Samsung N108 ল্যাপটপের ব্যপারে পরামর্শ চাই

আমি একটি নোটবুক নিতে চাচ্ছি এবং আমার বাজেট ২৫,০০০ টাকা ।

আমি এই ২৫,০০০ টাকার ভিতর একটি নোটবুক সিলেক্ট করেছি।

স্যামসাং N108 । এই নোটবুকটি পছন্দ করার প্রধান কারন হল এটির চার্জ ব্যাকআপ ১২ ঘণ্টা।

আমি নিচে এর প্রধান প্রধান ফিচার গুলো তুলে ধরলাম।

Product Feature

 

Processor TypeIntel Atom Processor N450
Processor SpeedIntel Atom 1.66 GHz
RAM1gb ddr2
Hard Disk250 GB SATA
Screen Size10.1" WSGA LED-Backlit TFT LCD
Graphics Cardintel Gma
NetworkingGigabit Ethernet, Wi-Fi b/g/n, Bluetooth 2.1
Webcam1.3 MP
Card ReaderMulti-in-1 Card Reader
Battery6 cell, 12 hours back up
Softwarefree all software
Product Weight (Kg)1KG
Warranty01 year warranty international

 

 

আমি যে বিষয়ে আপনাদের পরামর্শ চাই

  • স্যামসাং এর ল্যাপটপ এর সার্ভিস কেমন ?
  • এই দাম+এই ফিচারের কি এর চেয়েও ভালো কোন ল্যাপটপ পাবো ?
  • আসলেই কি ১২ ঘণ্টা চার্জ থাকবে ?

আমার উপরের এই প্রশ্ন গুলোর উত্তর পেলে খুব ভালো লাগবে।

 

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

 

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমত, চার্জ অবশ্যই ১২ ঘণ্টা পাবেন না। নরমাল কাজ করলে মোটামুটি ৫-৬ ঘণ্টা, সর্বোচ্চ ৭ ঘণ্টা দেবে।
আর কি কাজ করবেন, তার উপর অনেকখানি নির্ভর করবে, এর পারফরমেন্স।
এটা হালকা ধরনের কাজের উপযোগী, কিন্তু হাই কোয়ালিটি ভিডিও বা গেমের জন্য নয়।
সার্ভিসের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছিনা।
আমি দুইটা নেটবুক ব্যবহার করেছি। আরেকটা হচ্ছে এসার এর ১১.৯” মডেল। আমার কাছে এটার পারফরমেন্স (এবং লুক) অনেক ভাল মনে হয়েছে। এটার দাম ২৬৮০০/=, আরেকটা আছে আসুসের, ১২” মডেল। ওটাও ভাল হবে, স্যামসাং এর চেয়ে তো বটেই…

    আমি হালকা পাতলা কাজের জন্যই । জাস্ট নেট ব্রওসের জন্য কিনব। এর ভারি কাজের জন্যতো ডেক্সটপ আছেই। আসুসের ব্যাকআপ কতখনাবং এসার এর কতক্ষণ ? @আহাসান:

@সাব্বির আলম:
এসার নিতে পারেন-ভালো হবে।সামসাং নোটবুক কিনে পরে জামেলা হবে।এর কোন কিছু প্রবলেম হলে দাম ও জিনিস ভালো পাবেন না।এখানে নক:- http://www.ryanscomputers.com/model.php?itemid=2&itemname=Notebook&iten_inv_id=33
করুন-আপনি নোটবুক এর সব ইনফরমেশন সহ দামও দেখতে পাবেন।

Asus বেশি ব্যাকআপ দেবে মনে হয়। Acer কিনেছি মুলত এটা ওটার চেয়ে দেখতে বেশি ভাল। তবে, পারফরমেন্স আর ব্যাটারির জন্য Asus বেশি ভাল হবার কথা।

Ai netbook ta dakte paren 27k er m0to but c0nfig besh valo e daktesi http://www.bdstall.com/listingDetail/mindex/7214/

Sorry,ami techtuner new reader .ami nije o NF108 Use kortechi.kirokom kaj kore 4mas por bole kono lav hobena,tai bollamna.but 12hr paini 7/8hrs paichilam.1bochor por 5hr pacchi.