ভাইরা খুবই সমস্যায় মধ্যে আছি। আমার নাম ভূত (সিয়ন)। এটা আমার অন্য একাউন্ট। আমার সেই একাউন্ট(ভূত) কি যেন হয়েছে । ভাইরাষের কারনে আমার কম্পিউটারে XP সেটাপ দিতে হয়েছে আর এখন আমি টেকটিউনসে আমার ঐ একাউন্টে(ভূত) ঢুকতে পাছি না। আমি দুইবার ঐ একাউন্টের পাসওয়াট পালটিয়েছি এটা শুধু এই জন্য করেছি যে যখনই আমি আমার ঐ একাউন্টে ঢুকতে যাই তখনই এই নিচের ইরর রিপোর্টটি দেখায় আমি এখন কি করব দয়া করে টেকটিউনসের কেউ তারাতারি বলেন। ঐ একাউন্টে আমার অনেক কিছু ছিল তাই ঐ একাউন্টটি আমি আবার ফিরে পেতে চাই নাহলে আমার অবস্থা কহিল আমি হার্ট ফেল করব কেউ কিছু বলেন তারাতারি। আমি টেকটিউনসে অনেকেই উপকার করেছি দয়া করে আমাকে কেউ উপকার করেন। প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লজি......................
আমি শিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিয়ন হয়ত তোমার আইডিটা টেকটিউনস ডিসেবল করে দিয়েছে । তুমি টেকটিউনসে বলুন এইখানে জানাতে পারেন । তারা হয়ত আপনাকে সাহায্য করতে পারবে ।