নতুন প্রসেসর আর পুরান মাদারবোর্ড।সাহায্য চাই।

আস-সালামু আলাইকুম।

একটা সমস্যায় পরে টিউন করতে হচ্ছে।

আমার কম্পিউটার অনেক পুরানো।২০০৭ সালের কেনা মাদারবোর্ড- Via-P4M890T. প্রসেসর ছিলো Intel Celeron D 2.66GHz.

এই পুরানো জিনিশ দিয়ে কোনো কাজ করা যাচ্ছিলোনা।তাই আজ বাধ্য হয়ে নতুন প্রসেসর কিনে আনলাম।ইন্টেল এর ডুয়াল কোর E5700 3.00GHz।

 

সমস্যা হলো কিনে আনার পর নতুন প্রসেসর বসিইয়ে পিসি অন করলাম।কিন্তু  স্ক্রীন প্রায় ৯০ সেকেন্ড কালো হয়ে এক্সপি লোড হতে শুরু করলো।আমি মনে করলা নতুন প্রসেসর তাই হয়তো এমন করছে।তাই নতুন করে এক্সপি সেট-আপ দিলাম।সেই আগের সমস্যা।পিসি চালুর সময় ৯০ সেকেন্ড পর লোড হয়।  কিন্তু আগের তুলোনায় পিসি অনেক ফাস্ট।

 

এর পর শুরু হলো নতুন সমস্যা।যে গেমস গুলো আগে চলতো না সে গুলো ডুয়াল কোর এর জন্য ইন্সটল দিলাম।কিন্তু  খেলা যায়না।সমস্যা কোথায় বলতে পারেন?  ডুয়েল কোর এর সাথে যে ফ্যান দিয়েছে সেটা লাগাইনি।আগের টা দিয়েই চালাচ্ছি।সেটার জন্য কি এমন করছে?নাকিওন্য কোনো পার্টস এ সমস্যা হচ্ছে? অথবা মাদারবোর্ড পুরানো দেখে সমস্যা হচ্ছে?

 

আশা করি আপনাদের কাছ থেকে সমাধান পাবো।ধন্যবাদ।উত্তরের আশায় রইলাম

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন প্রসেসর এর সাথে যে কুলিং ফ্যান দেয়া হয়েছে সেটাই ব্যবহার করুন। প্রসেসর অনুযায়ী কুলিং ফ্যান এর Speed/Sec কিছুটা ভিন্ন হয়। লেটেষ্ট মডেলের প্রসেসর এর কুলিং ফ্যান দিয়ে পুরানো মডেলের প্রসেসর চালালে কোন সমস্যা হয় না।কিন্তু পুরানো মডেলের কুলিং ফ্যান দিয়ে লেটেষ্ট মডেলের প্রসেসর চালালে আপনার Mainboard এর প্রসেসর স্লট Over Heat হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোন সময়।

    @পরিব্রাজক: হুম।আমি সেটাই ধারনা করছিলাম।ধন্যবাদ।এখনি নতুন টা লাগাচ্ছি।

    আরেকটা জিনিশ।আগে সেলেরন থাকায় কোনো গেম খেলা যেতনা।এখন নতুন প্রসেসর এও একি সমস্যা।সেটাও কি একি কারনে?

ভাই আমার ধারনা আপনার Game গুলো খেলার জন্য গ্রাফিক্স Memory 256 Mb এর বেশি হওয়া প্রয়োজন। যেহেতু আপনি বললেন আপনার Main Board টা অনেক পুরানো তাই সেইটাতে হয়তো 128 Mb Built in গ্রাফিক্স থাকায় গেম চালানো যাচ্ছে না। ডুয়াল কোর E5700 3.00GHz প্রসেসর এ আপনি বর্তমান সময়ের প্রায় সব গেম ই চালাতে পারবেন।কিন্তু এই সব গেম খেলতে Main Board এর গ্রাফিক্স Memory অন্তত 500Mb হওয়া প্রয়োজন। গেম খেলতে পছন্দ করলে হয় একটা Graphics Card লাগিয়ে নিন ,না হয় Main Board টা পাল্টিয়ে নিন। আধুনিক Main Board গুলোতে বিল্টইন গ্রাফিক্স 1Gb পর্যন্ত হয়ে থাকে।
ধন্যবাদ।

সমস্যা হলো আমার র‍্যাম ১জিবি কিন্তু ৬৩৩বাস এর।এই যুগে কি এই বাস সাপোর্ট করে এমন Main Board পাওয়া যাবে?পাওয়া গেলে দাম কত হবে?

    @মুকুট: আমারটারও ৬৩৩ বাস ছিল, ওভারক্লক করে ৮০০ করা আছে। আপনি উইন্ডোক এক্সপি বাদে অন্য অপারেটিং সিস্টেমে আপগ্রেড করুন। আর হ্যা, এখনকার সব মাদারবোর্ডই ৬৬৩-১৩৩৩ বাস সাপোর্ট করে। কাজেই চিন্তার কিছু নাই। ভালো একটা বোর্ড কিনুন, G41 চিপসেটের বোর্ড ৩-৪ হাজারেই পেয়ে যাবেন 🙂

      @মিনহাজুল হক শাওন: ধন্যবাদ শাওন ভাই।কাল আপনার ব্লগ এ অনেক বার কমেন্ট করার চেষ্টা করে করেছিলাম।বার বার ইরর দেখাচ্ছিলো।আপনার ফেসবুক একাউন্ট আছে? আমাকে এড করুন http://www.facebook.com/O.F.MukuT

      সবগুলা কমেন্টই পেয়েছি। আর আমার ইমেইল তো উন্মুক্ত। আরেকবার নিয়ে নিন; minhazul.haq এট জিমেইল ডট কম 🙂

      @মোস্তফা আরাফাত: @পরিব্রাজক: @মিনহাজুল হক শাওন:

      মাদারবোর্ড কিনলাম Asus: P5G41T-MLX3 এবং 2GB DDR3 1333MHz.

      এই মাদারবোর্ড এ কত জিবি বিল্ট ইন গ্রাফিক্স পাওয়া যাবে? আমি খুজলাম।কিন্তু পাইনি

      গ্রাফিক্স পারফরমেন্স শুধু মেমরির উপর নির্ভর করেনা, নির্ভর করে সেটা কত দ্রুত কাজ করছে, প্রবাহের হার এসবের উপর। একটা ৫১২ মেমরির এএমডি কার্ডের প্রসেসর ৮০০ মেগাহার্টজ এবং ১৯ গিগাবিট/সেকেন্ডে কাজ করে। আপনার বিল্টইন মেমরি যদি ১জিবিও হয় তবুও সেটার কোর ক্লক মাত্র ৩০০-৪০০ মেগাহার্টজ এবং ফ্লো রেট ১০ গিগাবিট হয়ে থাকে। এবার আপনার পালা ভাল একটা ভিডিও কার্ড কেনার 🙂 কেনার আগে একটা পোস্ট দিয়েন; পাশেই আছি 🙂 নতুন পিসি নিয়ে ভাল থাকুন এই শুভ কামনা করি মুকুট ভাই 🙂

      @মিনহাজুল হক শাওন: শাওন ভাই,বার বার সাহায্য টিউন না করে আবার এখানে সাহায্য চাইলাম।হেল্প করেন।
      আমার নতুন মাদারবোর্ড আর র‍্যাম এর Asus: P5G41T-MLX3 এবং 2GB DDR3 1333MHz এই কনফিগারেশন এর সাথে নিচের কার্ড গুলো কি চলবে?
      ১ঃ EN210 SILENT/DI/1GD3/V2 Graphics
      ২ঃ EAH5450/DI/1GD3 Graphics Card

      ২টাই আসুস।চললে কোনটা বেশি ভালো হবে?২টার দাম ই ৪০০০ টাকা।

৬৩৩ বাস এর DDR2 র‍্যাম সাপোর্ট করার মত Main Board পাবেন ৪০০০ থেকে ৭০০০ টাকার মধ্যেই (মডেল/Manufacturer অনুযায়ী দাম কম বেশি হতে পারে)।এখনকার আধুনিক Main Board গুলোতে DDR3 র‍্যাম ই বেশি ব্যবহৃত হয়। যদি নতুন Main Board কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে পুরানো র‍্যাম অনুযায়ী না কিনে বরং Latest মডেলের Main Board কিনে সেই আনুযায়ী একটা 2Gb র‍্যাম লাগিয়ে নিন। 1Gb র‍্যাম দিয়ে ভারি মাত্রার কাজ করলে কম্পিটারের পরিপূর্ণ গতি সবসময় পাওয়া যায় না।

    @পরিব্রাজক: জি ভাই,আমি কাল একটা মাদারবোর্ড কিনে আনবো।সাথে ২জিবি ডিডিআর ৩ -১৩৩৩ বাস এর র‍্যাম।মাদারবোর্ড এর মডেল দিলাম।এখন বুঝবো কিভাবে এখানে কত মেগা ভিডিও মেমরি বিল্ট ইন আছে? asus P5G41T-M LX3 Motherboard.

      @মুকুট: asus P5G41T-M LX3 এটা দেখেই বোঝা যাচ্ছে সর্বোচ্চ ৭৬৮মেগাবাইট ভিডিও শেয়ার হবে; তবে সেটার ক্ষমতা খুব অল্প এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের মত নয়; তবে আপনার কাজ হয়ে যাবে; দরকার হলে একটা কার্ডও কিনে নিয়েন 😀

asus P5G41T-M LX3 মডেলে আপনি 256 Mb VGA মেমোরি পাবেন। আর 8Gb পর্যন্ত RAM ব্যবহার করতে পারবেন। কেনার সময় বাক্সের গায়েই সব Info লেখা থাকবে।
পিসি আপগ্রেড করার জন্য অভিনন্দন। 😀 😀

আপনাদের ২জন কে অনেক ধন্যবাদ আমাকে এতো সুন্দর ভাবে সাহায্য করার জন্য।

আমি গিগাবাইটের G41MT-D3 মাদারবোর্ড ব্যাবহার করি। ২জিবি র‍্যামে ১জিবি বিল্টইন গ্রাফিক্স পাওয়া যায়।