আস-সালামু আলাইকুম।
একটা সমস্যায় পরে টিউন করতে হচ্ছে।
আমার কম্পিউটার অনেক পুরানো।২০০৭ সালের কেনা মাদারবোর্ড- Via-P4M890T. প্রসেসর ছিলো Intel Celeron D 2.66GHz.
এই পুরানো জিনিশ দিয়ে কোনো কাজ করা যাচ্ছিলোনা।তাই আজ বাধ্য হয়ে নতুন প্রসেসর কিনে আনলাম।ইন্টেল এর ডুয়াল কোর E5700 3.00GHz।
সমস্যা হলো কিনে আনার পর নতুন প্রসেসর বসিইয়ে পিসি অন করলাম।কিন্তু স্ক্রীন প্রায় ৯০ সেকেন্ড কালো হয়ে এক্সপি লোড হতে শুরু করলো।আমি মনে করলা নতুন প্রসেসর তাই হয়তো এমন করছে।তাই নতুন করে এক্সপি সেট-আপ দিলাম।সেই আগের সমস্যা।পিসি চালুর সময় ৯০ সেকেন্ড পর লোড হয়। কিন্তু আগের তুলোনায় পিসি অনেক ফাস্ট।
এর পর শুরু হলো নতুন সমস্যা।যে গেমস গুলো আগে চলতো না সে গুলো ডুয়াল কোর এর জন্য ইন্সটল দিলাম।কিন্তু খেলা যায়না।সমস্যা কোথায় বলতে পারেন? ডুয়েল কোর এর সাথে যে ফ্যান দিয়েছে সেটা লাগাইনি।আগের টা দিয়েই চালাচ্ছি।সেটার জন্য কি এমন করছে?নাকিওন্য কোনো পার্টস এ সমস্যা হচ্ছে? অথবা মাদারবোর্ড পুরানো দেখে সমস্যা হচ্ছে?
আশা করি আপনাদের কাছ থেকে সমাধান পাবো।ধন্যবাদ।উত্তরের আশায় রইলাম
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
নতুন প্রসেসর এর সাথে যে কুলিং ফ্যান দেয়া হয়েছে সেটাই ব্যবহার করুন। প্রসেসর অনুযায়ী কুলিং ফ্যান এর Speed/Sec কিছুটা ভিন্ন হয়। লেটেষ্ট মডেলের প্রসেসর এর কুলিং ফ্যান দিয়ে পুরানো মডেলের প্রসেসর চালালে কোন সমস্যা হয় না।কিন্তু পুরানো মডেলের কুলিং ফ্যান দিয়ে লেটেষ্ট মডেলের প্রসেসর চালালে আপনার Mainboard এর প্রসেসর স্লট Over Heat হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোন সময়।