আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি টেকটিউনস এর সমলেই ভাল আছেন। ভাল থাকুন, সুস্থ থাকুন, শুধু এই কামনা করি।
আমি এই প্রথম পুস্ট দিচ্ছি তাও আবার একটি সমস্যার সমাধান চেয়ে। আশা করছিযে ভাইয়ারা একটু সাহায্য করবেন।
আমি ভাইরুজ (Vyruz) নামে একটি গেমন খুজছি । আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে এই গেমসটি কম্পউটার কেনার সময় কম্পউটারে পেয়েছিলাম। এটি ইন্সটল করার প্রয়োজন হয়না। Windows দিলেও এই গেমসটি খেলা যেত।
আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি। এগুলো কোনটাই পুর্নাঙ্গ ভার্সন না। আমি ঢাকায় গেমসটির ক্যাসেট খুঁজেছি কিন্তু পাইনি। এই লিংক এ গেলে গেমসটির দেখা যাবে। http://www.youtube.com/watch?v=3fSqdjTMn0w
গেমসটি পাওয়ার কোন উপায় আছে কি?
আমি মোঃ হেমায়েতুল্লাহ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.kat.ph/vyruz-destruction-of-the-untel-empire-t1366630.html
ai link a jaan….. amr mone hoy ai game tai apni khujsen,,,,, torrent address dilam.