CSE না EEE পরব টা নিয়া খুব চিন্তায় আসি। আপনার মতামত দিয়ে একটু সাহায্য করুন।

আমি খুবই কঠিন অবস্থায় আসি... CSE না EEE পরব টা নিয়া... এইম ছিল CSE তে পরার... কারন আগে থেকেই ওয়েব ডেভলপিং এর কাজ নিয়া আসি...

কিন্তু এখন ... দেখি এই লাইন এ নাকি তেমন চাকরী নাই আমার ফ্রেন্ডরা বলতেসে ... EEE আর নাকি এখন ডিমান্ড বেশি... চাকরী ও বেশি... মাথা পুরা নষ্ট এখন আমার...  আব্বা আম্মার কথা আমকে যেটা ই পড়ি অবশ্যই  জব পেতে হবে। CSE পড়ে আমি কি ধরনের জব পেতে পারি? দয়া করে আপনার মতামত দিয়ে সাহায্য করুন।

Level 0

আমি parag44। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে পড়ার আগেই চাকরির হিসাব করে সে লোভী ছাড়া কিছুই না। যেটা মন চায় পড়েন।

Level 0

আমি বলব CSE পড়ার কথা। CSE পড়লে অবশ্যই প্রোগ্রামিং টা চালায় যাইতে হবে। আর EEE এর জব এর কথা বলতেছেন?…আমার তো মনে হয় EEE যেই সব জায়গায় জব পায় তার থেকে কোন অংশে CSE কম না। খুব সীমিত কিছু জায়গা ছাড়া EEE র জায়গায় CSE হইলেও জব করতে পারে। বিশেষ করে বাংলাদেশের টেলিকম সেক্টরে।

Level 0

বাংলাদেশের মানুষের অনেক দিনের একটা ট্রাডিশন হলো, সরকারী চাকুরী করা। এটা মূলত এসেছে ব্রিটিশদের গোলামী করার পর থেকে। তখন ব্রিটিশদের অফিসে সরকারী চাকুরী মানে বিশাল ব্যাপার। দরীদ্র এই জনগোষ্ঠির জন্য সেটা ছিল চরম পাওয়া।”.
এই কথাটা যদি আমার বাবা-মা কে বুঝাতে পারতাম!

মুনির হাসান এসেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে দুইদিন আগে। তিনি বলেছিলেন- “২০১২ সালে নাকি কমপক্ষে ৩০০০ প্রোগ্রামারের দরকার হবে, কিন্তু আমরা মনের আনন্দে দেড় হাজারও পাব না।”

দেশের জন্য অনেক টেকনোলজি এক্সপার্ট দরকার। কিন্তু সে পরিমানে এক্সপার্ট নেই। কারন-

কম্পিউটার সায়েন্সে অনেকেই পড়ে, কিন্তু অনেকেরই কম্পিউটারের প্রতি আগ্রহ নাই। যাদের আগ্রহ নাই তারা এ সেক্টরে কিছুই করতে পারে না। আবার অনেকে পড়ে খালি মুখস্থ করে সিজিপি এ ৩.90 পায়। কম্পিউটারের সফটও ঠিকমত ইন্সটল দিতে পারে না। এরা শেষে কোন জায়গায় চাকরি পায় না।
আপনি যতই সিজিপিএ পান না কেন কাজ না জানলে কোন চাকরি নাই। খুব ভাল সিজিপিএ তেমন একটা দরকার নেই। তবে মোটামুটি সিজিপি এর দরকার আছে।

আপনার কম্পিউটারের প্রতি আগ্রহ থাকলে cse তে চলে যান। চাকরির চিন্তা করার দরকার নেই। বরং নিজে একটা ছোট খাট আইটি প্রতিষ্টান দেয়ার চিন্তা করেন।

যে পড়ার আগেই চাকরির হিসাব করে সে লোভী ছাড়া কিছুই না। – মিনহাজের কথাটি খুব সত্য কথা।

ভাইয়া, আপনার মন যা বলে অর্থ্যাৎ আপনার আগ্রহ যেদিকে তা করেন । কিন্তু যাই করান না কেন, তার উপর যোগ্য হন । সফলতা একদিন আসবেই…।

ভাইয়া, আপনার মন যা বলে অর্থ্যাৎ আপনার আগ্রহ যেদিকে তা করেন । কিন্তু যাই করেন না কেন, তার উপর যোগ্য হন । সফলতা একদিন আসবেই…।

Level 0

আমি EEE বাদ দিয়ে CSE পরছি ।
কারন আমি programming ভালবাসি ।
আর যোগ্যতা অর্জন করলে CSEতে অনেক চাকরী আছে
বিশ্বাস না হলে bdjobsএ দেখতে পারেন
it sector জব total engineering sector হতে বেশি ।