আমার ওয়েব স্পেস অটোমেটিক এতো যায়গা দখল করছে ক্যান? হেল্পান

বিপদে পরে গুরুদের সম্মুখিন হলাম, আমার ওয়ার্ডপ্রেস সাইটের স্পেস অটোমেটিক ভাবে যায়গা দখল করছে। আমি এমনিতেই ফিচারড পিকচার ছাড়া কোনো ছবি যোগ করিনা তাও ১০ কেবি এর মধ্যে হয়, কিন্তু আমার সাইট একদম নতুন। এতে পোস্ট একদম কম। শুধু ওয়ার্ডপ্রেস আর প্লাগিন ইন্সটল করে কি ১০০ এমবি ছারান সম্ভব? ৩ দিন আগে আমার স্পেস ইউসেজ ছিল ১১০ এমবি, আজকে দেখি ১৬০ এমবি হয়ে গেছে। নতুন ব্লগ হওয়ায় স্প্যামার বাবাজীরা যথারিতি স্প্যাম করা শুরু করেছে কিন্তু আমি সেগুল ডিলিট করেছি। আপনারাই দেখুন কি অবস্থা

 

 

আমি এরোর লগ মুছি প্রতিদিন। আজকে দেখি ১২০ থেকে ১৬০ হয়ে গেছে। কথায় এতো স্পেস খাচ্ছে বুঝচি না।, এভাবে চললে আমার সাইতে ৩ মাসের মধ্যে আর পোস্ট ই করতে পারবো না 🙁 সাইটের এড্রেস তা এখন ই দিতে চাচ্ছিনা, আগে পপুলার হোক তখন ঘটা করে দিব

Level 0

আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

APNAR site er automatic backup chalu ase mone hoy

    Level 0

    @ডেসপারেট ইভিনিং: ভাই, আমি একবার ব্যাকাপ নিসিলাম, সেটা আছে কিন্তু একদম প্রথম পর্যায়ে নিসিলাম। যদু অটোমেটিক ব্যাকাপ চালু থাকে তাহলে সেটা কিভাবে অফ করবো?