আমার একটি নকিয়া ৩১১০ এর একটি সেট আছে যেটা দিয়ে আমি ইন্টারনেট ইউজ করি। কিন্তু গতকার রাত্রে নেট ইউজ করার পর সকালে দেখি যে আমার সেট বন্ধ সেট চালু করতে গেলে একট মেসেজ আসে নো সার্ভিস এবং সেট বন্ধ হয়ে যায়। এর পর থেকে আমি কোন ভাবেই মোবাইল চালু করতে পারতেছিনা। নিকটস্হ একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে গিয়েছিলাম তারা বলল ফ্লাস দিতে হবে। তার কিছুক্ষন পর বলল যে সেটে ফ্লাশ ১০০% হইতেছে না। হার্ডওয়্যার এ সমস্যা হইছে। কিন্তু সমস্যা হইতেছে যে সেট যদি ঠিক না হয় তাহলে ডেড হয়ে যাবে। ফলে সেট আর ঠিক হবে না। আমি এখন কি করতে পারি কেউ আমাকে একট হেল্প করুন প্লিজ!!!
আমি abuhuryra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নকিয়ার সার্ভিস সেন্টারে নিয়ে ফ্লাস করুন
আথবা তারাই বলবে কি করতে হবে
আর আপনার এই টাইপের টিউন ((( সাহায্য/জিজ্ঞাসা ))) সেকশনে পোস্ট করুন
ধন্যবাদ