টেকটিউন্স এর ভাইয়াদের কাছে আবারো হাত পাতলাম । আবারো সাহায্য চাই ।
সম্প্রতি একটা নতুন প্রোগ্রাম লোডার কিনেছি। আগে ql prog লোডার টা ব্যবহার করতাম। কিন্তু ওটা universal ছিল না। শুধুমাত্র pic তে লোড করা যেত। কিন্তু আমাদের atmel নিয়েও কাজ করার প্রয়োজন হয়। তাই top 2005+ মডেল টা কিনি। কিন্তু এটার ব্যবহার পারিনা। একবার চেষ্টা করেছি কিন্তু কাজ করছেনা। আমরা মূলতঃ কাজ করি pic16f72, pic16f73, pic16f877a, atmega8, at89c51 microcontroller গুলো দিয়ে।
top 2005+ লোডার টার সাথে যে software টা দিয়েছে সেটা হচ্ছে topwin. এটা আবার windows7 এ install হচ্ছেনা। xp তে install করতে হচ্ছে। কেউ কি এটা নিয়ে কাজ করেছেন বা এটার ব্যবহার জানেন? দয়া করে সাহায্য করুন। কিভাবে এটা ব্যবহার করে প্রোগ্রাম লোড করতে হয়। কোনো ধরণের link থাকলে দয়া করে জানান।
আমি nishachor_engineer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার কি ধরনের সমস্যা হচ্ছে?
আর আপনার টপ উইন এর ভার্সন কত?
আমার টা Topwin v6.33
Win 7 e এ কোন সমস্যা ছারাই ব্যাবহার করছি।
বিস্তারিত যান্তে ইয়াহু মেসেঞ্জার এ নক করতে পারেন [email protected]