আমি g -meil ইউস করি. টেকটিউনস-এ এর আগে হাসান জোবায়ের একটি সফট নিয়ে tune করেছিল. Pop Pepar নামক সেই সফট টি দিয়ে g -mail এ লগিন না করেই মেইল চেক করা যেত, মেইল আসলে notificatoin দিত. কিন্তু যখন একটি মেইল আসে নরমালি সেটার সাবজেক্ট বোল্ড করা থাকে (লেখাটা মোটা থাকে ). কিন্তু যখন মেইলটি পরা হয় তখন বোল্ড লেখাটি নরমাল unbold হয়ে যায়. অর্থাত মেইলটি যে আমি পরেছি সেটা বোঝা যায়. এমন কি কোনো সফট আছে যেটা দিয়ে কোনো মেইল পড়লে, atachment download করলেও মেইল আর subject বোল্ড-ই থাকবে. অর্থাত যখন www .gmail .com এর মাধ্যমে লগিন করা হবে তখন দেখাবে যে মেইলটি এখনো unread আছে. এমন কোনো সফট থাকলে কেউ কি দয়া করে তার লিঙ্ক টি আমাকে একটু দিবেন? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম.
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
এরকম কোন সফটওয়্যারের সন্ধান আমার কাছে নাই। তবে, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা তো জিমেইল থেকে নরমালি-ই করা যায়। যেই মেইল টা unread/bold করতে চান, সেই মেইলটা সিলেক্ট করে উপরে more অপশনে গিয়ে Mark as unread এ ক্লিক করেন। তাহলেই, ঐটা unread/bold হয়ে যাবে।