ভাইয়েরা খুবই বিপদে আছি!!! বিপদে পড়ে আবারও আপনাদের কাছে আসলাম। আশা করছি কেউ আমাকে নিরাশ করবেন না। কোন সম্মোহন ছাড়াই শুরু করছি। Adobe Photoshop CS5 এর সিরিয়াল কী দরকার। একটু সাহায্য করেন প্লীজ . . . . .
একটু যদি দেখতেন সবাই মিলে কিছু করা যায় কিনা?
সবাই ভাল থাকবেন অথবা ভাল থাকার চেষ্টা করবেন।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছ।
আমি Nayan Kumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.mediafire.com/?b8ezm9kxpmaa2wi
মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম। ভালোভাবে ইনিস্ট্রাকসান টি পড়ে নিন। ইনিস্ট্রাকসান এ ফটোসপ এর সিরিয়ালদেওয়া আছে। তাছাড়া রার ফাইলটি পুরো cs5 suit e কাজে লাগবে। আমি cs5 suite এর বাংলা টিউটোরিয়াল করি। ইচ্ছে হলে ভিজিট করুন আমরা সাইটে। যে কোন পরামর্শ বা টিউটোরিয়ালের জন্য অনুরোধ করা যাবে। http://www.adobehero.com