আছ-ছালামু আলাইকুম, আশা করি ভাল আছেন,
পরসমাচার, হল, ইউটিউব থেকে বড় সাইজের ভিডিও 3gp ফর্মেটে কিভাবে ডাওনলোড করব? মানে এক ঘন্টা আধা ঘন্টা ৪০ মিনিট এরকম সাইজের ভিডিও সেটা 3gp হোক বা MP3 ফর্মেটে হোক । কম সাইজের যেমন ৫ মিনিট দশ মিনিটের গুলি সহজে পাওয়া যায় । তাই এক আধা ঘন্টার ভিডিও 3GP/MP3 ডাওনলোড চাইতাছি । দয়া করে কেউ দিবেন.
আমি সাইফল ইসলাম বরকতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মো: সাইফুল ইসলাম। ঢাকা নরসিংদী।
যদি ফায়ারফক্স ব্যবহার করেন, তবে Internet Download Manager দিয়েই নামাতে পারবেন, এজন্য IDM cc ( Firefox Plug In) ব্যবহার করতে হবে, ভিডিও প্লে করলেই উপরের কোণায় Download ভেসে উঠবে, আমি এই পদ্ধতিতে অনেক বড় সাইজ (প্রায় 600 MB পর্যন্ত) রিজিউম সহ নামিয়েছি…
আর এই http://www.flashvideodownloader.org/ লিংকটা দেখতে পারেন, বক্সে ইউটিউব লিংক পেস্ট করে ডাউনলোড করতে পারেন অথবা পেজটির একটু নিচের দিকে আপনার পছন্দের ব্রাউজারের জন্য ফ্লাশ ভিডিও এক্সটেনশান ইন্সটল করে ডাউনলোড করতে পারেন…