প্রথমেই সবাই কে Happy New Year এর অগ্রিম শুবেচ্ছা। 🙂
বন্ধুরা কেমন আছেন সবাই? আসা রাখি ভালো।
আমি নিয়মিত টিউনার নই। আমি টিউন করার চাইতে টিউন পড়তে বেশী ভালোবাসি।
যাই হোক মুল কথায় আসা যাক ..................
আমি PC তে ২ টা H.D.D use করি। ১ টা 500 GB অন্যটা 250 GB. ২ টা ই internal.
500 তে windows 7 দেওয়া, আর 250 only Data Storage er জন্য ।
250 তে 12 GB space unallocated ছিলো, তাই windows "disk management" দিয়ে একটা drive extend করতে গিয়ে বিপত্তি টা ঘটলো 🙁
যে drive টা extend করতে চেয়েছি ওটা ছিলো 250 H.D এর Primary Drive 38 GB, I mean 1st drive not logical drive।
যখন extend এ click করলাম, তখন একটা window আসলো, yes দিলাম, ব্যাস Whole H.D.D converted to Dynamic from Basic form।
এরপর ঘটনা গুলো মনের অজান্তে ই হয়ে গেল। এবার Total Unallocated space হলো 50 GB এর মতো। মনের অজান্তেই new Partition Create করলাম, 50 GB Drive Format দিলাম, আমার খেয়াল ছিলও না যে 38 GB space Data রয়েছে। যখন দেখলাম Drive কোন Data নেই তখন তো মাথায় আকাশ ভেঙ্গে পরার মত অবস্থা। এই হল বর্তমান Condition।
ঘটনা সার-সংক্ষেপঃ
এমতাবস্থায়, আমি ওই Drive থাকা data গুলো পুনরুদ্ধার করতে চাই। টেঁকি ভাইয়েরা Please Please Help Me................
N.B- নতুন format করা ড্রাইভ এ এখন কোন data রাখিনি, fully free space.
আমি Little Scientist। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার অবস্থা দেখে আমার সেই পুরানো একটা ভয়ংকর দিনের কথা মনে পড়ছে। ঠিক আপনার মত আমার একবার হয়েছিল। আমি পুরো দুই রাত একদিন নির্ঘুম ছিলাম। এরমধ্যে আমি ৬টি Recovery soft use করেছিলাম। কোনটিই কাজ করে নাই। ভয় পাইয়েন না। শেষ পর্যন্ত আমার উদ্ধার হয়েছিল। Active Recovery ….. একটা জটিল সফটোয়ার। ডাউনলোড লিংক জানি না । একটু গুগল মামার হেল্প নিয়া দেখতে পারেন। আমি আমার ১০০০ জিবির সব ফিরা পাইছি। ভাল থাকুন।