আমি প্রায় ২ মাস যাবত বাংলালায়ন মডেম ব্যবহার করছি। কিন্তু বাংলালায়ন বাংলা বিড়ালের মতো কাজ করে। কখনো কানেকশন পাওয়া যায় আবার কখনো কানেকশন পাওয়া যায় না। তাই আমি ঠিক করেছি ব্রডব্যান্ড ৫০০ টাকায় আনলিমিটেড প্যাকেজটি নিবো। কিন্তু আপনারা আগে জানান ব্রডব্যান্ড কানেকশন কেমন॥ এটিও আবার বাংলা বিড়ালের মতো কাজ করবে না তো? সবসময় কানেকশন পাওয়া যাবে তো? তো ব্রডব্যান্ড কানেকশন নিতে হলে কি করতে হবে তাও জানাবেন। কানেকশন নিতে হলে কি মডেম কিনতে হবে? মেডেমর দাম কত?
বিঃদ্রঃ এই পোষ্টটি লিখতেও আমাকে ৫ বার মডেম খুলে আবার লাগাতে হয়েছে।
আমি Likhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami pray 4 months jabot use korchi bt amar kokhono emon hoy ni