আমার এক ছোট ভাই ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছে। আমার কাছে এসে বলল উদ্ধার করে দিতে। ইমেইল এড্রেস টা ছিল জিমেইলে। আমি Security Question এর উত্তর জিজ্ঞাসা করলাম, সে বলতে পারল না। আবার কোন Alternate email address ও নাকি দেয়া নাই। সে আরেকটা তথ্য দিল সে তার ফেইসবুক আইডি তে ও লগইন করতে পারছে না। তার মতে সে ঠিক পাসওয়ার্ডটাই দিচ্ছে কিন্তু কাজ হচ্ছেনা। তাহণে কি হ্যাক হয়ে গেল নাকি ??? আমাকে বলল পাসওয়ার্ড ঠিক করে দিতে । কিন্তু আমিআমার এক ছোট ভাই ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছে। আমার কাছে এসে বলল উদ্ধার করে দিতে। ইমেইল এড্রেস টা ছিল জিমেইলে। আমি Security Question এর উত্তর জিজ্ঞাসা করলাম, সে বলতে পারল না। আবার কোন Alternate email address ও নাকি দেয়া নাই। সে আরেকটা তথ্য দিল সে তার ফেইসবুক আইডি তে ও লগইন করতে পারছে না। তার মতে সে ঠিক পাসওয়ার্ডটাই দিচ্ছে কিন্তু কাজ হচ্ছেনা। তাহণে কি হ্যাক হয়ে গেল নাকি ???
আমাকে বলল পাসওয়ার্ড ঠিক করে দিতে । কিন্তু আমি বেশী কিছু করতে পারছি না। অবশেষে মুখটা কাচুমাচু করে বলতেই হল, “আচ্ছা ঠিক আছে দেখছি……” এখন আপনারা আমাকে সাহায্য করুন। মান ইজ্জতের প্রশ্ন হয়ে দাড়িয়েছে… বেশী কিছু করতে পারছি না। অবশেষে মুখটা কাচুমাচু করে বলতেই হল, “আচ্ছা ঠিক আছে দেখছি……”
এখন আপনারা আমাকে সাহায্য করুন। মান ইজ্জতের প্রশ্ন হয়ে দাড়িয়েছে…
আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......
[http://support.google.com/mail/bin/answer.py?hl=en&answer=46346]