গত সপ্তাহে আমি symphony ft40 মোবাইলটি কিনেছি। মোবাইলটি খুবই সুন্দর। ব্যবহারের মাধ্যমেই এর মরযাদা বোঝা যায়। কিন্তু এই মোবাইলের একটি মেনু যার নাম wlan। এই মেনুটি সম্পরকে কিছুই বুঝতে পারছি না। একজনের কাছে জিজ্ঞাস করলে সে বলে এটি এই মোবাইলের wifi সিস্টেম। এটির মাধ্যমে দ্রত গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। আমি তার মাথামুন্ড কিছুই বুঝলাম না তাই আপনাদের সরনাপন্ন হলাম। wifi কি এবং কিভাবে ব্যবহার করা লাগে দয়া করা comment এর মাধ্যমে জানান। মেনুটি ওপেন করলে লেখা ওঠে wlan on এবং আরও থাকে no available network. দয়া করে জানান।
আমি Likhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wifi zone a jn tarpor try koren