টেকটিউনস এর এমন অনেক সদস্য আছে যারা ইন্টারনেটে আয় করেন। অনেকে টাকাও পেয়েছেন। ইন্টারনেটে আয় করতে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করা লাগে। আর যেসব ওয়েব সাইট আছে তাদের অধিকাংশই referrals এর সুবিধা দিয়ে থাকে। কিন্তু যারা নতুন তারা referrals কি সে সম্পরকে বোঝে না। আমিও না কারন আমি শুধুমাত্র ৩ দিন ধরে neobux.com, bux.to and microworkers.com এ সাইন আপ করেছি। কিন্তু neobux.com, bux.to তে শুধুমাত্র ক্লিক করে খুব বেশি আয় করা যায় না। এরকম ওয়েব সাইট থেকে আয় করতে নাকি referrals যুক্ত করতে হয়। কিন্তু জিনিসটা কি তাই তো জানি না। তাই আপনারা দয়া করে referrals এবং referrer কি সে সম্পর্ক এ বিস্তারিত জানাবেন। যদিও কষ্ট হবে তবুও comment এর মাধ্যমে জানাবেন।
আমি Likhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bux.to থেকে আমি কোন টাকা পাইনি। এইটা একটা ভুয়া সাইট। ধন্যবাদ।