আমি গতকাল অভ্র কিবোর্ড -৫ ইন্সটল দিলাম এর পর থেকে আমার কম্পিউটারের পূর্বে সেভ করা সকল ইউনিকোর্ড লেখা গুলো হিজিবিজি দেখায়। যা নিচে দিলাম। অভ্র কিবোর্ড -৫ আমি যে ভাবে সাজিয়েছি তা নিচে দিলাম। Mozilla Firefox এর লেখা গুলোও যেন কেমন দেখায় দয়া করে সহায়তা করুন। দয়া করে সহায়তা করুন। দয়া করে সহায়তা করুন।
আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি অভ্র Tools থেকে প্রথমে iComplex রান করান। তারপরে Font Fixer চালিয়ে Siyam Rupali কে আপনার ডিফল্ট ফন্ট করেন। আশা করি সমাধান হবে।