আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে আমার প্রাণডালা আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। টেকটিউনার হিসেবে এটা আমার প্রথম পোস্ট। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি শুনেছি যে, অনলাইন থেকে নাকি আয় করা যায়। অনেকেই অনলাইন থেকে আয় করেন। আমার কৌতুহল থেকেই অনলাইন আয় এক্সপার্টদের কাছে আমার জিজ্ঞাসা যে কিভাবে অনলাইন থেকে টাকা আয় করা যায়। কোন কোন ওয়েবসাইট থেকে টাকা আয় করা যাবে? আমি শুনেছি অনেক fake ওয়েবসাইট আছে যারা টাকা দেয় না, এটা কতখানি সত্যি? আর টাকা আয় করতে হলে আমাকে কি কি করতে হবে এবং কি কি জানতে হবে। আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যারা অনলাইন থেকে টাকা আয় করেন তারা কিভাবে সেই টাকা তুলেন । আমাদের দেশে ত Paypal Support করে না, তাহলে যারা টাকা আয় করেন তারা সেই টাকা কিভাবে নিজের কাছে নিয়ে আসেন? একদম নতুন হিসেবে আমাকে Suggest করলে খুব উপকৃত হব।
আমি Online Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
paypal kore na , but oneke cash tk dea paypal $ buy kore …. on the other hand … moneybookers , alertpay … shobgulai BD er bank supported , payout korar 2-3 diner moddhei bank account a add hoy by wire transfer !