আমি উবুন্টু 10.04 LTS ভার্সন ব্যবহার করি। এর আগেও আমার উবুন্টু ছিল, তবে ইন্টারনেট এতে ব্যবহার করতাম না। কিন্তু এখন নিয়মিত ব্যবহার করি এবং এজন্য ইন্টারনেট প্রয়োজন। আমার উবুন্টু Dual-Boot হিসেবে সেটাপ দেয়া।
আমার মোডেম হল GP এবং মডেল MF100 (এটাই মোডেমের লেটেস্ট ভার্সন এবং ZTE এর দ্বারা তৈরি)। উল্লেখ্য, এই মোডেম রান করতে হলে আলাদাভাবে USB-MODEMSWITCH প্যাকেজ লাগে না। মোডেম ঢুকালে এমনি কানেক্ট করা যায়।
এখন আমার সমস্যায় আসি - প্রায় প্রায় মোডেম কানেক্ট হয় না, মোডেম আইকন-ড্রাইভার সব ঠিকই দেখায়, কিন্তু কানেক্ট হয় না। বারবার ট্রাই দেয়া লাগে, লগ-আউট করা লাগে, মোডেম খুলতে হয়। এভাবে হয়ত ১০-১২ বার চেষ্টা করলে আসে। এই সমস্যা এখন খুব হচ্ছে, খুবই বিরক্তির মধ্যে আছি।
আবার কখনো বা এক চান্সেই মোডেম কানেক্ট হয়।
তাই আপনাদের সাহায্য কামনা করছি, আপনার অভিজ্ঞতা থাকলে দয়া করে আমাকে সাহায্য করুন। না হলে উবুন্টু বাদ দিতে হবে, কিন্তু আমি তা চাইনা।
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উবুন্টু ১১.১০ বা মিন্ট ১২ লাগান, এক্কেরে নতুন রিলিজ, সমস্যা হওয়ার কথানা 🙂