উবুন্টুতে জিপি মোডেম সংক্রান্ত সমস্যা

আমি উবুন্টু 10.04 LTS ভার্সন ব্যবহার করি। এর আগেও আমার উবুন্টু ছিল, তবে ইন্টারনেট এতে ব্যবহার করতাম না। কিন্তু এখন নিয়মিত ব্যবহার করি এবং এজন্য ইন্টারনেট প্রয়োজন। আমার উবুন্টু Dual-Boot হিসেবে সেটাপ দেয়া।

আমার মোডেম হল GP এবং মডেল MF100 (এটাই মোডেমের লেটেস্ট ভার্সন এবং ZTE এর দ্বারা তৈরি)। উল্লেখ্য, এই মোডেম রান করতে হলে আলাদাভাবে USB-MODEMSWITCH প্যাকেজ লাগে না। মোডেম ঢুকালে এমনি কানেক্ট করা যায়।

এখন আমার সমস্যায় আসি - প্রায় প্রায় মোডেম কানেক্ট হয় না, মোডেম আইকন-ড্রাইভার সব ঠিকই দেখায়, কিন্তু কানেক্ট হয় না। বারবার ট্রাই দেয়া লাগে, লগ-আউট করা লাগে, মোডেম খুলতে হয়। এভাবে হয়ত ১০-১২ বার চেষ্টা করলে আসে। এই সমস্যা এখন খুব হচ্ছে, খুবই বিরক্তির মধ্যে আছি।

আবার কখনো বা এক চান্সেই মোডেম কানেক্ট হয়।

তাই আপনাদের সাহায্য কামনা করছি, আপনার অভিজ্ঞতা থাকলে দয়া করে আমাকে সাহায্য করুন। না হলে উবুন্টু বাদ দিতে হবে, কিন্তু আমি তা চাইনা।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উবুন্টু ১১.১০ বা মিন্ট ১২ লাগান, এক্কেরে নতুন রিলিজ, সমস্যা হওয়ার কথানা 🙂

    Level 2

    @মিনহাজুল হক শাওন: মিন্ট ১১ তে Orbite EDGE wireless মডেম চালাবো কিভাবে জানাবেন প্লিজ। শুধু এই কারনে এখনো বাধ্য হয়ে জানালা দিয়ে ঘরে (কম্পিউটার) আসতে হয়, দরজা কপালে জুটে না!!!!

      @HEERA_81: Orbite EDGE wireless মডেম কি জিনিস? মিন্ট ১১ এর লাইভ সিডি চালু করে মডেম লাগান; তারপর নেটওয়ার্কক ম্যানেজারে দেখেন মডেম পায় কিনা।

    @মিনহাজুল হক শাওন: ভাই, এগুলোর Long Term Support ভার্সন বের হোক, তারপর না হয় ইউজ করব। কবে LTS ভার্সন বের হবে বলতে পারেন কি?

    Level 2

    @আহমেদ সাদমান: @মিনহাজুল হক শাওন: ভাই এইটা USB মডেম ( যেমন জিপি/ রবি/ মবিডাটা) নাম দেখায় Orbite Wireless EDGE Modem। আমি নেটওয়ার্কক ম্যানেজারে ঢুকতে পারি কিন্তু মডেম পায় কিনা বুঝতে পারি না। কিভাবে বুঝা যাবে মানে যদি কোন লিংক থাকে তবে শেয়ার করলে খুব উপকৃত হতাম। জানালা আর ভাল লাগে না এবার দরজাটা আমার চাই। 😉

      @HEERA_81: নেটওয়ার্ক ম্যানেজারে যেয়ে Mobile Broadband এ যান; নতুন কানেকশন বানান, মডেম হিসেবে যদি কোন ডিভাইস দেখায় তাহলে বাংলাদেশ আর সঠিক অপারেটর সিলেক্ট করে কাজ করুন। কানেক্ট হলেই বুঝবেন যে মডেম ঠিকমত ইন্সটল হইসে 🙂

@ronimmi2: এইটা কি? বুঝতে পারছি না। MoneyBOok নামক লিঙ্কে গেলে আবার আমার পোস্ট দেখায় কেন? আমি তো কোন অফিসিয়াল ব্লগ বানাইনি।