বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পেপার (বিডিনিউজ২৪), এর ৫ বছর পূর্তীতে বিডিনিউজ২৪ এর সকলকে ধন্যবাদ,
এখন বাংলাদেশে অনেক অনলাইন নিউজ পেপার হয়েছে এবং হচ্ছে। কিন্তু এটা বের করার জন্য কোন নীতি মালা আছে কি?
অনুমদন এর প্রয়োজন আছে কি?
আমি সঠিক তথ্য জানি না, আপনাদের জানা থাকলে দয়া করে জানাবেন। কি করি ?.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর একটি রির্পোট দেয়া হল।
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও মত প্রকাশের ক্ষেত্রে একটি নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঁচ বছর পূর্তির অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরার সঙ্গে ইন্টারনেটভিত্তিক সংবাদ মাধ্যমের নানা সঙ্কট ও সম্ভাবনাও মেলে ধরেন তিনি।
২০০৬ সালে যাত্রা শুরু করা দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পাঁচ বছরে দেশে সংবাদের নির্ভরযোগ্য উৎসে পরিণত হয়েছে।
প্রতি মাসে গড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর চার কোটি পাতা পাঠকরা খোলেন। প্রতিদিন তিন লাখ আইপি অ্যাড্রেস থেকে খোলা হয় দ্বিভাষিক এই ওয়েবসাইট, অনেক দিন তা পাঁচ লাখে ওঠে।
উদ্ভাবনের পাঁচ বছরপূর্তি উপলক্ষে রাজধানীর র্যাডিসন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের নীতি-নির্ধারকদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম নাতিদীর্ঘভাবে উপস্থাপন করেন। বক্তব্যের পাশাপাশি স্থির ও ভিডিওচিত্রের মাধ্যমেও তা তুলে ধরা হয়।
বছরপূর্তির অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর নতুন ওয়েবসাইটের পরীক্ষামূলক সংস্করণও প্রকাশ করা হয়। এটি উদ্বোধন করেন একাত্তরের নারী মুক্তিযোদ্ধা খুরশীদ জাহান বেগম।
দেশের বিজয়ের ৪০বছর পূর্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর বিশেষ আয়োজনের কেন্দ্রে ছিলেন খুরশিদ জাহান, যিনি সন্তান কোলে অস্ত্র হাতে নেমেছিলেন পাক হানাদারদের রুখে দাঁড়ানোর লড়াইয়ে।
অনুষ্ঠানে যোগ দেওয়ায় তৌফিক ইমরোজ খালিদী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দিনের প্রতিটি মুহূর্তে সংবাদ কক্ষ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা নিয়ে বর্ষপূর্তির এই আয়োজনে আমি আপনাদের কাছে কিছু বিষয় তুলে ধরছি।”
আমি ইসমাঈল সিরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিডিনিউজ২৪, এর ৭ বছর পূর্তীতে বিডিনিউজ২৪ এর সকলকে ধন্যবাদ