Wireless সাহায্য চাই।

আস-সালামু-আলাইকুম।

সবাইকে বেহুদা কারনে শুভেচ্ছা।

একটা সমস্যায় পরে সাহায্য চাইছি।আমি বাংলালায়ন ব্যবহার করি আমার ল্যাপ্টপ এ।এটা তে ওয়াই-ফাই আছে।এবং আমার মোবাইল সিম্ফনি এফটি৪০।এটাও ওয়াই-ফাই এনাবেলড মোবাইল।

 

এখন আমি চাচ্ছি যে ল্যাপ্টপ এর ওয়াই-ফাই এবং বাংলালায়ন একসাথে করে ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করবো এবং মোবাইল নেট ব্যবহার করবো।আমি coonectify সফটওয়্যার ব্যবহার করলাম।কানেক্ট করলাম।সব ঠিক আছে কিন্তু কাজ হয়নি।

কেউ কি আছেন আমাকে সাহায্য করার জন্য?করলে খুব উপকার হত।

ধন্যবাদ

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম আছি। এক কাম করেন, ল্যাপটপের সাথে একটা ওয়াইফাই টুল ছিলনা? ওইটা সেটআপ মারেন। দেখবেন Start peer network দিলেই হটসপট হয়ে যাবে।

কাজ না হলে Windows থেকেই Wireless network > Ad-hoc > WPA/2 অথবা ওপেন কানেকশন বানান। এবার মোবাইল ডিভাইস কানেক্ট করা যাবে।

তাও কাম না হিলে কইয়েন, আমি তো আছি।

    @মিনহাজুল হক শাওন: আপনি না থাকলে আমি আপনাকে ধরে আনবো।আজ একটু ব্যস্ত।আপনার পরামর্শ মাথায় রাখলাম।ধন্যবাদ।

আপনার জন্য কষ্ট কইরা একটা ভিডিও demo দিছি.. কষ্ট কইরা দেইখা লন… 🙂
http://youtu.be/bck5mpQHlpk

মুকুট ভাই আপনি connectify 3 ব্যবহার না করে connectify 2.2 টা ব্যবহার করেন। তবে তার আগে আপনার wlan card এর একদম latest driver টা install দিতে হবে। অনেক সময় wifi এর driver পাওয়া যায় না, সেক্ষেত্রে drivermax software টার মাধ্যমে download করে নিতে পারেন। এই দুইটা কাজ ঠিক মত করতে পারলে অবশ্যই কাজ হবার কথা। আমিও আপনার মত সমস্যায় পরেছিলাম, পরে অনেক ঝামেলা করে এই সিস্টেম বের করছি। এখানে wimax internet বা symphony সেট কোনো সমস্যা না – আমি qubee + symphony FT 30 তে কাজ করাইছি।
আবার বলি connectify 2 এর সাথে latest wlan driver লাগবে – তা না হলে অনেক সময় কাজ করে না। ধন্যবাদ

    @নিবিড় ফরহান: আমি 3 ব্যবহার করছি এবং সেটা Pro ভার্সন।দেখি।কাজ হয় কিনা।কারন আপনি তো symphony FT 30 কাজ করেছেন।

      @মুকুট: connectify 3 অনেক সময় কাজ করে না। আমার যেমন কানেক্ট হয় কিন্তু ব্রাউজ করা যায় না। এছাড়াও আরো কিছু সমস্যা আছে। তাই বলছিলাম connectify 2.2 ব্যবহার করতে – এই ভার্সনটা খুব ভালো কাজ করে।

    @মিনহাজুল হক শাওন:শাওন ভাই,কাজ হয়নি।
    @নিবিড় ফরহান: ফারহান ভাই,2.2 ভার্সন পেলাম না।আপনার কাছে লিঙ্ক থাকলে দেন।এছারা সব কিছুই করলাম।এমন কি জাভা সেটিংস এ ডিফল্ট এ WLAN দেখালাম।WiFi ল্যাপ্টপ এবং মোবাইলে অন করলাম।কানেক্ট হয়।ডিভাইস পায়।কিন্তু ব্রাউস করা জায়না যেটা পনি বল্লেন।এছারা Connectfy অন করলে ল্যাপ্টপ এ ব্রাউস করা জায়না।এক্সাথে ২টা তে ব্যবহার করা যাবেনা?

      @মুকুট: http://download.cnet.com/Connectify/3000-18508_4-11815695.html এখান থেকে ডাউনলোড করে নিন।

      ইন্সটল করার পর যদি mode দেখায় Ad-hoc, dosen’t support wep/wpa-2 তাহলে অবশ্যই updated wifi driver লাগবে। আমারটাতে connectify অন করলেও ল্যাপটপ এ ব্রাউজ করা যায়। কোনো সমস্যা করে না।

      দুঃখিত, উপরের লিংকটা থেকে ডাউনলোডে ক্লিক করলে সম্ভবত connectify 3 টাই redirect হয়ে ডাউনলোড হয়ে যায়, আপনি http://htpic.com/download/ConnectifyInstaller.exe এই লিংকটা থেকে ডাউনলোড করে নিন।

Level New

vai amr desktop.qubee usb modem use kori…mobile a wifi ase.kibabe amr desktop k hotspot banabo..

    @mam13113: আপনার ডেস্কটপ এ তো Wi-Fi নাই।রাউটার ছাড়া হবেনা।

Level New

kibabe router use korbo,ata nia ki kono tune ase?

    @mam13113: রাউটার আলাডা কিনতে হবে।১৫০০ থেকে ৩০০০ টাকা দাম।এর পর ওটার সাথে ব্রডব্যান্ড এর ক্যাবল যুক্ত করতে হবে।এব্যাপারে মিনহাজুল হক শাওন ভাই আপনাকে হেল্প করতে পারে।

Level 0

কেউ কি আমাকে একটু সাহায্য করবেন? আমার HTC Desire মোবাইলে Wi-Fi on করলে শুধু স্ক্যানিং করে অন্য কোন ডিভাইস দেখায় না। যার কারনে আমার ল্যাপটপটাকে হটস্পট করলেও আমি কানেক্ট হতে পারছি না। আমার মোবাইলে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা মিসিং কিনা জানি না ।security optoin এ install encrypted certificates from sd card এটা ইন্সটল করতে পারছি না সেখানে দেখায় এস ডি কার্ডে কিছু নাই । যদি কেউ সাহায্য করেন তো খুব উপকার হয়।

পোষ্টটি দেয়ার জন্যে ধন্যবাদ। আরেকটি মজার বিষয় হল WiFi রাউটার হ্যেক করা খুবই সহজ। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/04/wi-fi-routers-easy-to-hack.html