আস-সালামু-আলাইকুম।
সবাইকে বেহুদা কারনে শুভেচ্ছা।
একটা সমস্যায় পরে সাহায্য চাইছি।আমি বাংলালায়ন ব্যবহার করি আমার ল্যাপ্টপ এ।এটা তে ওয়াই-ফাই আছে।এবং আমার মোবাইল সিম্ফনি এফটি৪০।এটাও ওয়াই-ফাই এনাবেলড মোবাইল।
এখন আমি চাচ্ছি যে ল্যাপ্টপ এর ওয়াই-ফাই এবং বাংলালায়ন একসাথে করে ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করবো এবং মোবাইল নেট ব্যবহার করবো।আমি coonectify সফটওয়্যার ব্যবহার করলাম।কানেক্ট করলাম।সব ঠিক আছে কিন্তু কাজ হয়নি।
কেউ কি আছেন আমাকে সাহায্য করার জন্য?করলে খুব উপকার হত।
ধন্যবাদ
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
হুম আছি। এক কাম করেন, ল্যাপটপের সাথে একটা ওয়াইফাই টুল ছিলনা? ওইটা সেটআপ মারেন। দেখবেন Start peer network দিলেই হটসপট হয়ে যাবে।
কাজ না হলে Windows থেকেই Wireless network > Ad-hoc > WPA/2 অথবা ওপেন কানেকশন বানান। এবার মোবাইল ডিভাইস কানেক্ট করা যাবে।
তাও কাম না হিলে কইয়েন, আমি তো আছি।