আমি প্রায় 4-5 মাস আগে একটি ব্লগস্পট ওয়েব সাইট খুলেছি।অল্প সংখ্যক পোষ্ট করার পর গুগল এডসেন্সের জন্য আবেদন কররেছিলাম এবং গুগল তা ডিসএপ্রুভ/নাকচ করে দেয়।কিন্তু এখন আমার সাইটে যথেষ্ট সংখ্যক পোষ্ট (কপি পেষ্ট করা নয়)রয়েছে।সমস্যা হল যে এখন আমি কীভাবে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারব।কেউ এই বিষয়ে জানলে অনুগ্র্রহ করে জানাবেন।
আমি ripon2011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পরিচিত কেউ যদি বিদেশে থাকে তাহলে এডসেন্সে তার ঠিকানা দিলে আশা করি আপনার একাউন্ট এপ্রুভড হবে। কারণ এডসেন্স সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদেশগুলোকে ৬ মাসের আগে এপ্রুভ করেনা।