গুগল এডসেন্স বিষয়ে একটু সাহায্য করুন

আমি প্রায় 4-5 মাস আগে একটি ব্লগস্পট ওয়েব সাইট খুলেছি।অল্প সংখ্যক পোষ্ট করার পর  গুগল এডসেন্সের জন্য আবেদন কররেছিলাম এবং গুগল  তা ডিসএপ্রুভ/নাকচ করে দেয়।কিন্তু এখন আমার  সাইটে যথেষ্ট সংখ্যক পোষ্ট (কপি পেষ্ট করা নয়)রয়েছে।সমস্যা হল যে এখন আমি কীভাবে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারব।কেউ এই বিষয়ে জানলে অনুগ্র্রহ করে জানাবেন।

Level 0

আমি ripon2011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পরিচিত কেউ যদি বিদেশে থাকে তাহলে এডসেন্সে তার ঠিকানা দিলে আশা করি আপনার একাউন্ট এপ্রুভড হবে। কারণ এডসেন্স সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদেশগুলোকে ৬ মাসের আগে এপ্রুভ করেনা।

Level 0

উপদেশের জন্য ধন্যবাদ।বিদেশে আমার পরিচিত কেউ নেই।
আমি দ্বিতীয়বার কীভাবে apply করব /করা যায় কিনা জানালে খুশি হব।

এই টিউনটি পড়ুন, আমার নিজস্ব অভিজ্ঞতা এডসেন্স এ। https://www.techtunes.io/web-development/tune-id/85883/

    Level 0

    @রাশেদ হাসান আকাশ: কিন্তু আপনি একই ইমেল দিয়ে আবেদন করলেন কীভাবে?
    GOOGLE একই ইমেল দিয়ে আবেদন করতে দেয় না তো

গুগল যখন আপনার প্রতিটি মেইল এর রিপ্লে করে তখন দেখবেন মেইলের নিচে একটা Link থাকে, মেইল Resend করার, আমি সেটা দিয়েই করেছি।

Level 0

ধন্যবাদ আমি এবার বুঝেছি।কিন্তু আমি অন্য ইমেল থেকে অলররেডি আবেদন করে ফেললেছি।GOOGLE ৭দিন সময় নিয়ে ৮দিন হলো কোন মেইল করেনি।
উল্লেখ্য আমাকে ১ম এ google mail পাঠিয়েছিল তা ভুলবশত delete হয়ে গেছে।
তাই আমি জানতে চাচ্ছছি যে অন্য email থেকে আবেদন করলে কোন সমমস্যা আছে কি না।
প্লিজ জানাবেন

    @ripon2011: আপনি সর্বশেষ যে মেইল থেকে আবেদন করেছেন, সেটির রিপ্লে আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর রিপ্লে আসলে সেই মেইল থেকে আবার রিসেন্ড করুন। বিস্তারিত জানতে কল করুনঃ 01710 396197

নিশ্চিত এডসেন্স পেটে এই লিংকটি দেখতে পারেন http://www.muktokontho.com/828