cPanel এ wordpress install করেছি। ডোমেইন পয়েন্ট ও করেছি। কিন্তু ওয়েবসাইট টা home ফোল্ডার এ এসেছে। এটাকে root folder এ কিভাবে নিব? আমার ওয়েব সাইট এখন http://www.yourdomain.net/wp/ এই এড্রেস এ খুলছে। এটাকে http://www.yourdomain.net এই ভাবে খুলতে হলে কি root folder এ নিতে হবে? কিভাবে নিব?
ওয়েব সাইট ওপেন করলে এই পেজ টা আসছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ তো আসার কথা।
আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন
Cpanel File manager দিয়ে wp folder এর সকল ফাইল /public_html Folder এ move করুন।