Samsung Galaxy S কিনতে চাই পরামর্শ দিন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার সালাম। একটা সেট কিনতে চাই, OS - Android হতে হবে। বাজার ঘুরে Galaxy S II এবং S টাই সবচেয়ে ভাল লাগলো। কিন্তু দাম অনেক বেশি। এতো দাম দিয়ে কিনে পরে আফসোস না হয় তাই সবার সাহায্য চাই। যারা ব্যাবহার করেছেন কিনবা করছেন একটু মতামত দিন।

iPhone 3GS আর Galaxy S এর দাম কাছাকাছি। কিন্তু আমার কাছে Galaxy S টাই ভাল লাগল। HTC সাথে তুলনা করেও টাই মনে হল। Galaxy S:  OS Android OS, v2.1 (Eclair), upgradable to v2.3, 5 MP, 2592 x 1944 pixels

Iphone Vs Galaxy S Video Link:

Galaxy S এর দামে কিনবা তার কমে আর কোন সেট ভাল হবে কিনা জানাতে পারেন। আমার বাজেট ২৫০০০। Extra money manage করে কিনতে হবে। Galaxy Ace 27900 BDT & Galaxy S 36900 BDT.

আর একটা কথা citycell যে 6Drgree Android Tablet দিচ্ছে *২৫০০০, সেটা ব্যাবহার করে থাকলে please মতামত জানাবেন।

http://www.citycell.com/index.php?pageid=327

আর কিছু লিখার নাই। আশা করি কিছু ভাল comments পাবো। সবাইকে শুভ রাত্রি।

Level 2

আমি সাহেবুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার বাজেট কতো? আমি Galaxy S II ব্যবহার করছি এক অসাধারণ
তবে
এখন বাজারে Galaxy Young 13,000/= takay paoa jassse version 2.3.4 kharap na
r Android 4 version kinte caile Galaxy nexus kinte paren
esarao Galaxy Note to ase jeta 6.3Inch display

sorry for English font

galaxy Y(young) কিনুন।বাংলাদেশ এর সবচেয়ে কম দামি ব্র্যান্ডেড Android মোবাইল.দাম মাত্র ১২৯৯০টাকা।

আর আপনার পোষ্ট টি সাহায্য বিভাগে হওয়া উচিৎ।

@অপু: আমার বাজেট ২৫০০০। Extra যা লাগবে manage করে কিনতে হবে। তবে S II & G Note impossible. Thanks for suggestion.

@মুকুটঃ galaxy Y(young) দেখে খুব একটা ভাল লাগে নাই। আর এখানে পোস্ট করার জন্য sorry. Thanks for suggestion.

Level 0

i m using glaxi s frm 1 year dont by..

Level 0

সাহেবুল ভাই,
আপনি GALAXY Ace কিনতে পারেন, যেহেতু, আপনার বাজেট ২৫০০০/= টাকা সেহেতু, GALAXY Ace আপনি পাবেন ২৭৯০০/= এর ভিতর। আর, আপনি যদি GALAXY S কিনতে চান, তবে আপনাকে ৩৬৯০০/= গুনতে হবে।

Thanks to all for comments.
Sony Ericsson Xperia Arc S , Android OS, v2.3.4 (Gingerbread), planned upgrade to v4.0, 8 MP, 3264×2448 pixels, autofocus, LED flash.
What about this one. http://www.gsmarena.com/sony_ericsson_xperia_arc_s-4134.php

আপনাদের দোয়ায় GALAXY S II কিনে ফেললাম। ভবিষ্যতে এর উপর কিছু পোস্ট থাকছে।

Level 0

GALAXY S II kot die kinecilen ??? kotha teke???

Ocean Vi, ato purono post (19 December, 2011) e ato din por comments pabo asa kori nai. Jai hok S2 kinecilam 30 diye, ota sell kore akhon Note kinechi. Ami mone kori S2 na kine akbare S3 or Noye 2 second hand kine felen. S2 khubi old akhon. 2nd hand valo paben na. S2 2nd hand 25k ba aro kom e paben. New set Installment e nite paren, best option.

Level 0

thanks for comment @সাহেবুল s2 kinte cecilam kinto ota to samsung er show roome nai s 3 to mone hoy nai amr budget 25000-30000 taka , bojte parci na ki korbo

যারা Samsung Galaxy কিনতে চান তারা আর কিনেন না।
আমি গত 17/09/2013 ইং তারিখে একটি Samsung Galaxy Core কিনি। এরপর থেকেই বিভিন্ন সমষ্যা দেখা দিতে থাকে (যেমন- ব্রাউজিং, গ্যালারীতে ছবি দেখা এবং গেম খেলার সময় হ্যাং হয়ে যাওয়া) এছাড়াও ব্যাটারীর সমষ্যা তো আছেই । তারপর আমি গত 02/10/2013 ইং তারিখে ধানমন্ডি এ.আর প্লাজা (সামস্যাং এর কাষ্টমার কেয়ার) এ নিয়ে যাই। তারা আমাকে বললো আগামি 04/10/2013 তারিখে এসে আপনার ফোন সেট টি নিয়ে যাবেন। 04/10/2013 তারিখ সকালে +8809612300300 (স্যামস্যাং কেয়ার এর নাম্বার) থেকে কল দিয়ে বললো আপনার সেট টি ওকে আছে এসে নিয়ে যান। এর পর আমি কেয়ার সেন্টারে যাই এবং সেখান থেকে বললো আপনার সেট টি এখনও ঠিক হয় নি দুই দিন পরে এসে নিয়ে যাবেন। এর পর 06/10/2013 তারিখে আমি +8809612300300 নাম্বারে ফোন দিলাম তারা বললো আপনার সেটটি ওকে আছে এসে নিয়ে যেতে পারেন। যথারীতি আমি সেটটি আনতে এ.আর প্লাজাতে যাই কিন্তু সেখানে যাবার পর তারা বললেন আপনার সেট টি তে IMEI দেওয়া হয় নি । তাই আপনাকে আমরা সেট টি দিতে পারছিনা। (চিন্তা করেন মেজাজ টা কেমন গরম হতে পারে আর কেমন সার্ভিস)। তারপর তারা বললেন আগামী 30/10/2013 তারিখের আগে আপনাকে সেটটা দিতে পারছিনা। এই হলো স্যামস্যাং এর সার্ভিস। কথা, কাজ ও সার্ভিসের কোন মিল নেই। যতটুকু জানতে পারলাম স্যামস্যাং এর বাংলাদেশে সার্ভিস খুব একটা ভালো না। তারা বাংলাদেশের সার্ভিস নিয়ে মাথাঘামায় না। এজন্য যারা আমার মতো Samsung Galaxy Core কিনেছেন তারা সার্ভিস নিতে গেলে ভেবে নেবেন। আর যারা কিনতে চান তারা দয়া করে কিনবেন না। আর পারলে স্যামসাংকে বাদ দিয়ে অন্য ব্রান্ডের ফোন কেনার চেষ্টা করুন। আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে তারা অনেকে লুমিয়া বা Xperia নিয়ে ভালো আছে।
বিশেষ করে বাংলাদেশী যারা তারা আমার মতো বিড়াম্বনায় পড়তে না চাইলে স্যামস্যাং কিনেন না।