crimes of war গেম সম্পরকে বলূন

আজ আমি  crimes of war  গেমের সিডি কিনেছি। গেমটি চালানোর জন্য যা যা দরকার সবই আমার আছে। কিন্তু গেমটি যখন ইন্সটল দিচ্ছি তখন ইন্সটল দেয়ার শেষে ওপেন করলে গেমের সিডি কি চাচ্ছে। কিন্তু আমার সিডির মধ্যে কোনো সিডি কি নাই। শুধুমাত্র ক্রাক আছে। কিন্তু কিভাবে ক্রাক দিয়ে গেমটি চালাবো বুঝতে পারছি না। কেউ যদি গেমটি খেলে থাকেন তাহলে কিভাবে ইন্সটল করবো দয়া করে বলবেন ।

Level 0

আমি Likhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্র্যাক ফাইলটি কপি করে আপনি যেখানে গেমস্‌টি ইন্সটল করেছেন সেখানে পেস্ট করেদিন। আশা করি এতেই কাজ হবে…

আরেকটু বিস্তারিত বললে বলা যায়ঃ আপনার ডেস্কটপে গেমস্‌টির যে শর্টকাট আছে সেটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ এ যান সেখান থেকে open file location এ যান, এবার ক্র্যাক ফোল্ডার থেকে যা ফাইল আছে সব কপি করে এখানে পেস্ট করুন। তাহলেই আর সিরিয়াল কী বা সিডি চাইবেনা।

সমাধান হিসেবে এটাই আমার জানা। 🙂

Level 0

Kintu eta piracy. Jodio bd te pirated game e paowa jay,original paowa jayna.:-Dami nijeo pirated game kheli.