কেমন আছেন সবাই ? আমি সম্প্রতি একটা নতুন জব এ জয়েন করেছি । বাসা থেকে লোকেশন মোটামুটি বেশ দূরে । বাসের জ্যাম,মানুষের কুদাকুদি-পারাপারি দেখলে চিক্কুর দিতে ইচ্ছা করে । তাই একটা বাইক কিনতে মুন্চায় :P নতুন চাকরি, তাই একটা Walton Fusion 110 cc কিনব ঠিক করেছি । কিন্তু নানা মুনির নানা মত । কেউ বলে এটার Switch নষ্ট হয়ে যায়, কেউ বলে পানি দিয়ে wash করার সময় মিটার নষ্ট হয়ে যায় । আবার কারও কারও মতে পুরাই ফাউল । কথাগুলো কতটুকু সত্য ? আমি নতুন বাইক চালানো শিখেছি । বাজেট ১ লাখ । Expert রা প্লিজ হেল্প করেন !!!
আমি জিক্কু মামু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম দামে মচমচা ভাজা আরকি এর চেয়ে বেশি কিছু মনে হয় না