Walton Fusion 110 cc মোটরবাইকটি কেনার প্ল্যান করছি । Expert রা প্লিজ হেল্প করেন



কেমন আছেন সবাই ? আমি সম্প্রতি একটা নতুন জব এ জয়েন করেছি । বাসা থেকে লোকেশন মোটামুটি বেশ দূরে । বাসের জ্যাম,মানুষের কুদাকুদি-পারাপারি দেখলে চিক্কুর দিতে ইচ্ছা করে । তাই একটা বাইক কিনতে মুন্চায় :P

নতুন চাকরি, তাই একটা  Walton Fusion 110 cc কিনব ঠিক করেছি । কিন্তু নানা মুনির নানা মত । কেউ বলে এটার Switch নষ্ট হয়ে যায়, কেউ বলে পানি দিয়ে wash করার সময় মিটার নষ্ট হয়ে যায় । আবার কারও কারও মতে পুরাই ফাউল । কথাগুলো কতটুকু সত্য ?

আমি নতুন বাইক চালানো শিখেছি । বাজেট ১ লাখ । Expert রা প্লিজ হেল্প করেন !!!

Level 0

আমি জিক্কু মামু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কম দামে মচমচা ভাজা আরকি এর চেয়ে বেশি কিছু মনে হয় না

Level 0

Fast 1 2 month or 18 month serves was good .& all Walton bike has waring problem..after sell Serves was not good …………..

এর থেকে আরো কিছু টাকা যোগ করে একটা ডিসকভার কিনেন ১২৫সি সি ।

Level 0

apni ki shei jikku mamu?

এই ভুল করতে যাইয়েন না। আমি ৬ মাসের মাথায় ২৫০০০ টাকা লস দিয়ে বিক্রি করছি। সেল বাজারে ঢুকলে এভেলএভেল দেখতে পাবেন ফিউশন বিক্র করে দিচ্ছে সবাই। অআর সমস্যার অভাব নাই এই বাইকে যেমন হটাত ব্রেক মারলে স্টার্ট বন্ধ হয়ে যায়। ডিস্ক প্লেট বেকে যায়। এলয় চাকা টাল হতে শুনছেন কোনদিন? ফিউশন এর চাকা হয়। আর সার্ভিসিং সেন্টারের ধান্ধাবাজি তো আছেই। আপনার বাজেট জেহেতু কম আপনি বাজাজ বক্সারের নতুন মডেলটা কিনতে পারেন। ৮৮,০০০ উইদাউট রেজিস্ট্রেশন। কম দামে খুবই ভাল বাইক। তবে এটাতে সেল্ফ স্টার্ট নাই। ইয়ামাহা ক্রাক্স ও কিনতে পারেন। ১লাখ ৬হাজার পরবে। তবে চাইনিজ বাইক নিতে যাবেন না। ভুক্তভোগী তাই শেয়ার করলাম।

Level 0

na na na …………………………………………………..

shantonu vai valo suggestion diyeche. ar 1 lakhe khub valo bike asha na korai valo. chinese bike, NO. low level er bike er majhe konta valo, use koreche, emon karo kache jene bike kinben…

At last,Decision nilam Apache RTR/Yamaha R15/FZS or Hunk/Pulsar/CBZ kine felbo inshallah …Thanks to all for their help & suggesion.

ভাই আপনি Second Hand এর মধ্যে HONDA CDI 100cc নিতে পারেন Made In Japan. তেল একটু বেশি খাবে but চালায় মজা পাবেন। সহজে Disturb করবেনা যদি condition ভাল থাকে। জানেন ই তো CDI কে রাস্তার রাজা বলে। আমি গাড়ি চালানোর আগ পর্যন্ত আজীবন CDI চালাইসি। CDI এর original japani parts available. শুধু একটু দেখে নিতে হয় আরকি। দাম condition ভেদে 50,000/- to 1,00000/- এর মধ্যে পরতে পারে। ধন্যবাদ।

আমার বাসা যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায়।আমাদের এখানে ভারত থেকে বাইক আসে আর এগুলোর দামও অনেক কম।আপনি WALTON FUSION 110 এর দামে pulsar 220f পাবেন।তবে শর্ত একটাই কোন কাগজ পত্র নাই,আপনাকে কাগজ পত্র করে নিতে হবে।তবে কাগজ পত্র করে দেওয়ার ব্যবস্থাও আছে।