জানতে চাই?টেকুটিউন সামিট ২০০৯ ব্যাপার কি?

আজ টেকটিউনে ঢোকার পর থেকেই দেখলাম যে,সাইতের উপরের ডান করনারে techtune summite 2009

সম্পরকে একটা এড দেয়া হয়েছে। কিন্তু সেখানে ক্লিক করলে কোন পেজ খুলেনা।প্লিজ আমাকে কেও এই সামিট সম্পরকে জানান।

আমি এই সামিটের ব্যাপারে জানতে প্রচুর আগ্রহী। তাই মরডারেটরদের আবেদন করছি যেন এ ব্যাপারে জানানো হয়।টিউনারদের কেউ জেনে থাকলে প্লিজ আওয়াজ দিবেন।

Level 0

আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সময় মত সব জানানো হবে। কোন অস্থির হওয়ার কারন নেই কারন আপনাদের আমাদের জন্যই এটা আয়োজন করা হচ্ছে তাই না জানিয়ে কিছু হবে না। সবাইকে সব জানানো হবে। একটু ধৈর্য় ধরুন।

সময় হলে সবই জানতে পারবেন।

টেকটিউনস কমিউনিটি সম্মেলন।

নতুন ভাসর্ন টেকটিউনস ২.০ এর কমিউনিটি সম্মেলন।

Level 0

বুঝলাম না???

Level New

সময় হলে সবই জানতে পারবেন। এখন সময় শুধু অপেক্ষার…