বেশ কয়েক মাস যাবৎ আমি একটি সমস্যার মুখে পরছি এবং তাহল মাঝে মাঝে আমার পিসির মনিটরে লাল, নীল, কাল বিভিন্ন কালারের একটি রেখা বসে।
তার পর পিসি বেশ কয়েকবার রিস্টার্ট দিলে অথবা পিসি ১০-১৫ মিনিট অফ করে রাখলে রেখাটি চলে যায়।
এখন এটার কারন এবং প্রতিকার সম্পর্কে জানতে চাই ?
প্লীজ একটু হেল্প করেন।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
আপনি প্রাথমিক দুটা কাজ করে দেখতে পারেন। ১. VGA কেব্ল পরিবর্তন করে। ২. VGA card পরিবর্তন করে। ওহ Powersupply পরিবর্তন করেও দেখতে পারেন। কারুন এরকম আমার প্রব্লেম হইছিল। এর পরও যদি না হয় তাহলে আপনি আর একটি কাজ করে দেখতে পারেন, তাহল আপনার মনিটর টা আপনার কোণ বন্ধুর পিসিতে লাগিয়ে দেখতে পারেন যদি একই প্রবলেম হয় তাহলে আপনার মিনিটরকে একটি ভাল ডাক্তার দেখিয়ে নেন।