ব্রডব্যান্ড কানেকশন কে WiFi নেটয়ার্ক বানাবো, হেল্পান

সালাম টিউনার ভাইরা

আমাকে একটা ছোট্ট বিষয়ে সাহাজ্য করতে হবে। রাউটার দিয়ে ব্রডব্যান্ড কানেকশন কে ওয়াইফাই বানানো যায় জানি। কিন্তু আমি WLAN Card টার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। এটা দিয়ে কি কোনো সফটয়ার দিয়ে ওয়াইফাই কানেকশন বানানো সম্ভব? আমি আমার ল্যাপটপে এই ওয়াইফাই কানেকশন টা ব্যাবহার করতে চাই। আমার এক বন্ধু একটা সফটওয়ার দিয়েছে লিঙ্ক দিলাম http://www.connectify.me

এই সফটওয়ার টা দিয়ে আর একটা USB WLAN Card দিয়ে কি আমার ব্রডব্যান্ড কে ওয়াইফাই বানানো যাবে? নাকি আমাকে রাউটার ই কিনতে হবে? বর্তমানে এই WLAN card আর রাউটার এর বাজার দর ক্যামন হবে? একটু জানালে উপকার হবে। ধন্যবাদ

Level 0

আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যা সম্ভব। যেকোন ওয়াইফাই কার্ড থাকলেই সেটা দিয়ে আপনি হটস্পট বানাতে পারবেন কানেক্টিফাই সফটওয়্যার দিয়ে। 🙂

Vai,desktop pc hole eta dekhte paren:
https://www.techtunes.io/internet/tune-id/192432

Level 0

ভাই, সবচেয়ে ভালো হয় ১৫-১৬০০ টাকা দিয়ে একটা ওয়াইফাই রাউটার কিনে নেন, বাজারে টিপি লিংক এর গুলোই সম্ভবত সবচেয়ে কম দাম। রাউটার কিনলে সবসময়ই সেটা অন রাখতে পারবেন। ল্যাপটপ মোবাইল ফোন কিংবা ট্যাবলেটের জন্য ইন্টারনেট নিয়ে চিন্তা করতে হবে না। আর পিসির জন্য ইউএসবি ওয়াইফাই ডঙ্গল না কিনে, রাউটারের ল্যান পোর্টের সাথে পিসি সরাসরি লাগিয়ে নিতে পারেন। তাহলে আর বেশি টাকা খরচ হলো না।

Level 0

আশা করি আপনি এতদিনে সমস্যার সমাধান পেয়ে গিয়েছেন।