ভাই, এই অধমের একটু সাহায্য করুন, , , , ,

শুরুতেই মডুর প্রতি অনুরোধ, এইটাকে সাহায্য পাতায় দিয়ে প্রথম পাতা থেকে সরাবেন না প্লিজ। কারন ভাই, আমি খুব ঝামেলায় আছি। জত দ্রুত সম্ভব আমার হেল্প লাগবে আপনাদের। তাই ভাই, এইটাকে প্রথম পাতায় রাখুন। আমিই আজ রাতে এটা মুছে দিব।

শুভেচ্ছা সবাইকে। আশাকরি সকলে ভাল আছেন। কিন্তু আমি তো ভাল নাই ভাইজান। একটা মহা ফাপড়ে পড়েছি আমি। আপনাদের হেল্প প্রয়োজন আমার। সেটা হল, আমি আমার পেপাল অ্যাকাউন্ট ভেরিফাই করব। কিন্তু কিভাবে?? প্লিজ একটু বলবেন সবাই।

আমার পেওনিয়ার মাস্টার কারড আছে। এখন অটা দিয়ে হবে কিনা জানিনা। ট্রাই করি নাই। একজন বলল যে, বাংলাদেশ থেকে নাকি পেওনিয়ার দিয়ে হবে না। 🙁 কি মহা ফাপড় বলেন দেখি। এখন আরেকজন বলল ভিসিসি (VCC) দিয়ে ভেরিফাই করাতে। অখানেও নাকি ঝামেলা আছে। দুইনাম্বারি করে টাকা মাইর দিতে পারে যদি কোম্পানি ভাল না হয়।

এখন প্লিজ ভাই, কিভাবে আমি ভেরিফাই করতে পারি একটু বলবেন। সেটা হোক ভিসিস ওর মাস্টার কারড। মোদ্দা কথা আমার পেপাল ভেরিফাই করতেই হবে। নাইলে নির্ঘাত হার্ট ফেল করব। 🙁 একটু জানান ভাই, প্লিজ 🙁

Level 0

আমি হাসিররাজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তো আমার মতই আছি। জীবনে কোন পরিবর্তন নেই। কোন দিন আসবে বলে আশা করি না। মানুষকে ভালবাসি, মানুষের হাসিমুখ ভালবাসি, মানুষকে হাসাতে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম, পেপাল। কিছুদিন আগে পেপারে দেখলাম PayPal আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কাজ শুরু করেনি। আপনি কি নিশ্চিত যে সরাসরি বাংলাদেশ থেকে পেপাল কাজ করে?

মাস্টারকার্ড দিয়েই সম্ভব।
তবে মাস্টারকার্ডের উপর রিস্ক নিতে না চাইলে ভিসিসি ইউজ করতে পারেন।

থেঙ্কু ভাইজান। আমি মনে হয় সমাধান পেতে জাচ্ছি এবং কাজ হবে আশা করি। কিন্তু আমি এই পোস্ট মুছতে পারলাম না ভাই। মডু ভাই প্লিজ একটু মুছে দিন। আমি ট্রাই করলাম। পারলাম না। ভাল থাকবেন সকলে।