সালাম আশা করি ভাল আছেন, আমার ১ জিবি মেমোরি কার্ড, কার্ড রিডার দিয়ে পিসিতে লাগাইছি একটু পর দেখি কার্ড এর ভিতর কছুই নাই মেমোরি কার্ড ৯০০ মেগা দেখাইতাছে কিন্তু ভিতরে কিছু নাই, একটা ফোল্ডারে USBC নামক ফাইল এটা ডিলিট করতে গিয়ে দেখি এটার সাইজ ই ৯০০ মেগা । এখন কি করতে পারি , হারিয়ে যাওয়া ফাইল গুলি কই কিভাবে পাব?
আমি সাইফল ইসলাম বরকতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মো: সাইফুল ইসলাম। ঢাকা নরসিংদী।
http://www.downloadsnhacks.blogspot.com/ সাইটে গিয়ে Card Recovery সফটত্তয়্যার ডাউনলোড করে চেষ্টা করে দেখেন। SERIAL-
CYTG57SB1-GJJG6F5H9C2M87-T658TFJEMQTDS3E
আর এটিতে কাজ না হলে আরেকটি সফটত্তয়্যার আছে কিন্তু খুজে পাচ্ছি না। পেলে লিংক দিয়ে দেবো।