ওয়েব ডেভালাপমেন্ট বিষয়ক

আমি HTML, CSS, হালকা-পাতলা PHOTOSHOP, খুব-ই সামান্য jQuery Effect এর কাজ পারি। এগুলো দিয়ে ইতিমধ্যে ওডেঙ্কে কাজও করেছি কিছু। কিন্তু বর্তমানে, এসব বেসিক পর্যায়ের কাজ খুব-ই কমে গেছে। তাই, এডভান্স লেভেলের কাজ শিখা জরুরি হয়ে পরছে আমার জন্য। আমি এখন PHP, MYSQL, হালকা-পাতলা JAVASCRIPT, WORDPRESS with Advance level, JOOMLA with Advance level, any one of Drupal & Magnento শিখতে চাই। এখন সমস্যা হল কোথায় শিখলে ভাল হবে-এটা বুঝতেসি না। উল্লেখ্য, আমি বেসিক কোর্সগুলা এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম। আশা ছিল এডভান্স কোর্সগুলাও ওনার কাছ থেকে শিখব। কিন্তু, উনি পারিবারিক ঝামেলার কারনে আমাদের আর শিখাতে পারছে না। উনি খুব-ই ভালভাবে শিখিয়েছিল। এরকম প্রফেশনালভাবে বাকি কোর্সগুলা কোথা থেকে শিখতে পারব বুঝতেসি না। আমি অবশ্য ওয়ার্ডপ্রেসএর উপর বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল দেখেছি। অ্যাডমিন প্যানেলের সব কিছুই বুঝেছি। কিন্তু, থিম মেক, থিম কাস্টোমাইজেসন-এগুলো টিউটোরিয়াল দেখে কিছুতেই ভালভাবে শিখতে পারছি না। আসলে লজিকাল কিছু বিষয় ইংলিশ টিউটোরিয়াল দেখে ঠিক মত ধরতে পারছি না। আর, টেকটিউনসেই ওয়ার্ডপ্রেসএর উপর বেশ কিছু চেইন টিউটোরিয়াল দেখেছি। কিন্তু, থিম মেক, থিম কাস্টোমাইজেসনের উপর সম্পূর্ণ টিউটোরিয়াল ওরকমভাবে পাইনি। আর পেলেও ওখান থেকে অনেক কিছু বুঝতে পারলেও সম্পূর্ণ দক্ষ হতে পারছি না। আমি অবশ্য টিউটোরিয়ালগুলোর উপর কোন দোষ বা সেগুলোকে ছোট করছি না। অনেকেই শুধু টিউটোরিয়াল দেখে পুরাপুরি দক্ষ হতে পারে। কিন্তু, সবাই তো সবকিছু পারে না। এতদিন Advance WORDPRESS, PHP এগুলার টিউটোরিয়াল দেখে আমার উপলব্ধি হয়েছে যে, এগুলো অনেক দিন ধরে দেখে অনেক কিছু শিখতে পারলেও আমি আসলে প্রফেশনালভাবে শিখতে পারব না যেমনটা শিখতে পেরেছিলাম ঐ ভাইয়ার কাছ থেকে। কারন, টিউটোরিয়ালে যতটুকু দেখায়, ততটুকু করার পর এক্সট্রা কিছু করতে গেলে যখন আটকাই, তখন সমস্যাগুলো তো কাউকে দেখাতে পারিনা, তখন ঐ সমস্যার সমাধান না পেলে আর ধৈর্য থাকে না। আর, টিউটোরিয়ালগুলো দেখে দেখে শিখতে এবং পুরাপুরি বিষয়টি বুঝতে অনেক সময় লেগে যায় আমার। এত সময় ব্যায় করতে ইচ্ছা করছে না। তাই, একটু, হাতে-কলমে শিখতে চাচ্ছিলাম। আর, আমার ঐ ভাইয়া শিখানোর মাঝে প্রায়ই প্রোজেক্ট করতে দিত, যেগুলা করতে গেলেই কিছু না কিছু সমস্যায় পরত ছাত্ররা, তারপর উনি সবার ভুলগুলো হাতে-কলমে ধরিয়ে দিত। উনি উনার কোর্সে আমাদেরকে কমপক্ষে ৫-৬ টা প্রোজেক্ট প্র্যাকটিস করিয়েছে(যেগুলা প্রায় সবই ছিল উনার ওডেঙ্কে পাওয়া কঠিন কাজগুলো, যার জন্য আমরা ওডেঙ্কে কাজ শুরু করার আগেই রিয়াল ফিল্ডে কাজ করারা ফ্লেভার পেয়েছিলাম), অন্য যেকোনো জায়গায় যেখানে মাত্র ১ টা প্রোজেক্ট করায়। এজন্যই, উনার ওখানে যারাই কোর্স করেছিল, তারা সবাই আজ যতটুকু শিখেছিল, ততটুকুতে পুরাপুরি দক্ষ। আমি আসলে ঐরকম ভাবেই শিখতে চাচ্ছিলাম। টেকটিউনসে তো অনেক দক্ষ, প্রফেশনাল মানুষদের আগমন ঘটে। তাই, এখানে পোস্ট দিলাম, আপনাদের মধ্যে জানাশোনা এরকম কেউ আছে বা প্রতিষ্ঠান আছে, যেখান থেকে আমি ওইরকম খুব ভাল ভাবে WORDPRESS with Advance level, JOOMLA with Advance level, any one of Drupal & Magnento, হালকা-পাতলা JAVASCRIPT, PHP, MYSQL ইত্তাদি শিখতে পারব? প্লিজ, আমাকে কেউ জানান।

Level 0

আমি সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস