বাংলালায়নের নতুন ইনডোর মডেম নিয়েছি। এ মডেম দিয়ে আমি আমার ডেস্কটপ ও ল্যাপটপ কানেক্ট করতে চাই. ক্যবল দ্বারা। কীভাবে তা করতে পারব কেউ গাইড করবেন প্লিজ? বিল্ট ইন ওয়াইফাই যদিও আছে তবে আমি চাচ্ছি ক্যাবল দ্বারা কানেক্ট করতে। আশা করি টেকি ভাইরা এ ব্যাপারে সহযোগিতা করবেন।
আরেকটি বিষয় জানতে চাচ্ছি। তা হল বাংলালায়নের usb মডেম এর জন্য যে ইউজার আইডি তা দিয়ে কী indoor মডেম-এ কানেক্ট করতে পারব? আমি সাধারণভাবে ইউজার আইডি চেন্জ করে দেখছিলাম কিন্তু কাজ হয় নি।
আমি নিসঃঙ্গ পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা সুইচ কিনেন, মডেম থেকে সুইচে কানেকশান দেন আর যত ইচ্ছা পিসিতে শেয়ার করেন 🙂