বাংলালায়ন ইনডোর মডেম দিয়ে কীভাবে একাধিক পিসি কানেক্ট করব?

বাংলালায়নের নতুন ইনডোর মডেম নিয়েছি। এ মডেম দিয়ে আমি আমার ডেস্কটপ ও ল্যাপটপ কানেক্ট করতে চাই. ক্যবল দ্বারা। কীভাবে তা করতে পারব কেউ গাইড করবেন প্লিজ? বিল্ট ইন ওয়াইফাই যদিও আছে তবে আমি চাচ্ছি ক্যাবল দ্বারা কানেক্ট করতে। আশা করি টেকি ভাইরা এ ব্যাপারে সহযোগিতা করবেন।

আরেকটি বিষয় জানতে চাচ্ছি। তা হল বাংলালায়নের usb মডেম এর জন্য যে ইউজার আইডি তা দিয়ে কী indoor মডেম-এ কানেক্ট করতে পারব? আমি সাধারণভাবে ইউজার আইডি চেন্জ করে দেখছিলাম কিন্তু কাজ হয় নি।

Level 0

আমি নিসঃঙ্গ পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা সুইচ কিনেন, মডেম থেকে সুইচে কানেকশান দেন আর যত ইচ্ছা পিসিতে শেয়ার করেন 🙂

    Level 0

    @মিনহাজুল হক শাওন: সুইচে কিভাবে কানেকশান দিব?

      @moonnir: আপনি আর চেয়ে সহজে আরেকটা কাজ করতে পারেন, সেটা হল ডেস্কটপের জন্য একটা ইথারনেট কার্ড কেনা, ফলে আপনার ল্যান কার্ড হবে ২টা, ১টা দিয়ে মডেম থেকে লাইন পিসিতে দিবেন, আর আরেকটা কার্ড থেকে ল্যাপটপে কানেকশান দিবেন। তাহলে কার্ড আর ক্রসওভার ল্যান কেবলের খরচ পড়বে। তবে ল্যাপটপ থেকে শেয়ার করত হলে ইউএসবি ল্যান কিনতে হবে।

      যদি সুইচ কিনেন তাহলে যত ইচ্ছা পিসিতে শেয়ার করা যাবে। আপনি বলুন কোনটি করতে চাচ্ছেন, সে অনুযায়ী সমাধান দি।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: আমার আছে ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ, বাংলালায়ন লাইন, ১টি সুইচ এবং ক্রসওবার ও স্ট্যাটথ্রো ক্যাবল। এখন কিভাবে ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে নেট শেয়ার করব।সহজ সমাধান দিন।আরেকটি বিষয় ল্যাপটপে উইন ৭ এবং ডেস্কটপে উইন এক্সপি।

      @moonnir: ওকে। তাহলে নিচের মত কাজ করেন।

      সুইচ ডেস্কটপ = ক্রসওভার কেবল
      সুইচ ল্যাপটপ = ক্রসওভার কেবল
      সুইচ মডেম = ক্রসওভার কেবল

      এবার ডেস্কটপ ও ল্যাপটপে এমনিই ইন্টারনেট পাবেন, কিছু করা লাগবেনা। উইন এক্সপি বা ৭ বা লিনাক্স যেটাই হোক। অর্থাৎ মডেম হইল ইনপুট, সেইখান থেকে আপনি যত খুশি আউটপুট লাগান সে ডেস্কটপই হোক বা ল্যাপটপই হোক।

      আশা করি বোঝাতে পেরেছি।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: আপনার রেসপন্সের জন্য ধন্যবাদ শাওন ভাই।আমার ইউএসবি মডেম। সুইচে কোন ইউএসবি পোর্ট নেই কানেকশন দিব কিভাবে বুঝলাম না।

      @moonnir: আপনার ইউএসবি মডেম হয়ে থাকলে সেটা চালাতে একটা পিসি লাগবে, আর পিসি থেকে সেটা সুইচে শেয়ার করতে হবে। এই কাজ করতে সবচেয়ে সুবিধা হল উইন্ডোজ ৭ এ, মডেম লাগানোর পর দেখবেন নেটওয়ার্ক সেন্টারে WiMAX Device অ্যাড হয়েছে, সেটার প্রোপারটিজে যেয়ে শেয়ার ট্যাবে যান, [+] Allow other computers to connect to the internet through this computers internet connection অপশনটি চালু করে দিন। এবার ওই পিসির সাথে যুক্ত সকল কম্পিউটার শেয়ারে ইন্টারনেট পাবে।

may be i can help you
call at 01913301866

USB মডেম দিয়েও শেয়ার করা যাবে। তখন আপনাকে নেটওয়ার্ক ম্যানেজার থেকে মডেমের প্রোপার্টিজে Share this internet connection অন করে দিতে হবে। তখন ডেস্কটপর ল্যান পোর্টের সাথে ল্যাপটপের ল্যান ক্রসওভার কানেকশান করাতে হবে।

ধরে নিই, আপনি আপনার cross cable এর মাধ্যমে laptop এবং desktop কে connect করেছেন। আরও ধরে নিলাম আপনার বাংলা লায়ন মডেমটি desktop এ connected রয়েছে যেখানে win xp চলছে। নিশ্চয়ই আপনার desktop টিতে একটি lan card installed রয়েছে। এখন নিম্নোক্ত step গুলি follow করুন।

:::for desktop:::where modem is connected:::
> right click “My Network Places”
> “Properties”
> এখানে আপনি দু’টি lan card icon দেখতে পাবেন। যে lan card icon টি বাংলা লায়নের তার উপর right click “Properties” > “Advanced”
> “Internet Connection Sharing” এর অধীনে “Allow other network users to connect through this computer’s Internet connection” এর পাশের check box এ ক্লিক করুন। একটি টিক চিহ্ন আসবে। এবার ok করুন। আপনার অপর যে lan card টি রয়েছে তার ip reset হয়ে 192.168.0.1 হবে এমন একটি confirmation আসতে পারে; সেখানে আপনি yes ক্লিক করবেন।

:::for laptop:::
এবার আপনি laptop এ আসুন যেখানে win 7 চলছে।
> click “Start”
> click “Control Panel”
> click “Network and sharing center”
> click “Change adapter settings”
> right click “Local Area Connection ”
> click “Properties”
> click “Internet protocol version (TCP/IPv4)
> click “Properties”
> click “Obtain IP address automatically”
> click “Obtain DNS server address automatically”
> click “Ok”
> click “Close”.

মডেমটি একবার disconnect করে আবার connect করুন। আশা করি আপনার সমস্যার সমধান হবে। সমস্যা হলে জানাবেন।

Level 0

apni desktop and laptop k switch er shathy connect korben. Then Blion modem k switch er shathy connect korben. abar modem on kore pc and laptop on korun. apnar problem solve hoye jabe.

@মিনহাজুল হক শাওন: ভাই, আপনাদের টেকি আলোচনার মাঝখানে আমি খেই হারিয়ে ফেলেছি!!! 🙂

আমার মত টেকি বিষয়ে নিরক্ষর ব্যক্তির জন্য একটু খোলাসা করে দিবেন? কোনটা সহজ ও ক্রয়বান্ধব হবে সেব্যাপারেও গাইড করবেন আশা করি।

সুইচের কথা যে বললেন তা কী সাধারণ পিসি হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যাবে? ওটা কানেক্ট করা কী সহজ নাকি উচ্চ টেকিজ্ঞান সম্পন্ন হতে হবে?
আমার ডেস্কটপ ও ল্যাপটপ দুটিই windows 7 এ চলছে।

    @নিসঃঙ্গ পথিক: আপনার তো সুবিধা, চার পাচশ টাকায় 4/5 সকেটের সুইচ পাবেন, আর কেবল খুব বেশী হলেও ১০০-২০০ টাকায় হয়ে যাবে। বাকি কাজ বাসায় এনে সকেটে প্লাগ ই ন করে নেট ইউজ করা।

@মিনহাজুল হক শাওন: আপনাকে বারবার ডিস্টার্ব করছি ভাই, মাইন্ড করবেন না যেন! দোকানে যেয়ে কী বলতে হবে? শুধু সকেট বললে কী ওরা চিনবে?

সমাধান করতে পেরেছি। ধন্যবাদ সকলকে যারা পরামর্শ দিয়ে উপকৃত করেছেন। 🙂

Level 0

টেকি ভাইয়েরা্‌ সুইচ জিনিসটা কি একটু যদি খোলাসা করে বলতেন অনেক উপকার হইত। আমি মডেম থেকে একটু দূরে তার দিয়ে কানেকশন নিতে চাছি। এটা কি সম্ভব?? যদি হয় তাহলে process টা কি এক্টু kindly জানাবেন ।