সকল টিটি সদস্যদের জানাই সালাম
জুমলা expert ভাইয়েরা দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আমি কিছুদিন হল জুমলা দিয়ে কাজ করা শুরু করেছি । আর শুরুতেই এমন একটা সমস্যায় পড়লাম । আমার উদ্দেশ্য
হল ব্যাবহারকরীদের(নিবন্ধিত) কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নেয়া যা আমার ই-মেইল অ্যাকাউন্টে সরাসরি চলে
যাবে(প্রশ্নোত্তরসমূহ) আমি পরে সেগুলো চেক করে উত্তর দিব ।
এই extension আমি কোথাও পাচ্ছি না(free) । কোন ভাই যদি সাহায্য করেন তবে উপকৃত হব ।
আমি x_benzir_x। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার জানামতে এই ধরনের কোন extention নাই। তবে এখানে দেখতে পারেন http://extensions.joomla.org/extensions/communication/question-a-answers এখানে দেখতে পারেন।