ওয়ার্ডপ্রেস বিষয়ক জরুরি সাহায্য চাই!!!

আমি অনেকদিন থেকে আমার ওয়ার্ডপ্রেস  ব্লগ এ কমেন্ট section এ ছবির লিঙ্ক এর মাধ্যমে ছবি publish করার চেষ্টা করতেসি।কিন্তু কোন প্লাগিন কিংবা কোন ধরনের tutorial পাচ্ছি না।

example হিসেবে somewhereinblog or সচলায়ত এর কমেন্ট সিস্টেম দেখতে পারেন।

এখানে একটি demo ছবি আমি দিয়ে দিলাম।

যে কোন ধরনের সাজেশন অথবা লিঙ্ক দিয়ে উপরের মত একটি কমেন্ট বক্স বানাতে সাহায্য করুন।

Level 0

আমি শাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটার জন্য কোন প্লাগীন পেলামনা। একটা যেটা আছে সেটাতে ছবি সাপোর্ট করেনা। ওয়ার্ডপ্রেসে যে ভিজুয়াল এডিটরটি দেয়া আছে সেটার নাম TinyMCE. এটা ব্যবহার করে নিজের তৈরী করতে হবে। ওয়েব ডেভলাপ করতে জানলে এবং ওয়ার্ডপ্রেসের কমেন্ট ফিল্টারিং সম্পর্কে ধারনা থাকলে আপনি করে নিতে পারেন।