[পর্ব-০৮] :: এই মুহূর্তে বাজারের সেরা SSD এবং পিসি স্টোরেজ গুলো

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

এই মুহূর্তে বাজারের সেরা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি মূলত স্টোরেজ নিয়ে। আজকে আলোচনা করব ২০২০ সালের বাজারের সেরা SSD এবং পিসি স্টোরেজ নিয়ে।

শুরুর কথাঃ

আমরা যখন কোন পিসি বিল্ড করতে যাই তখন যে বিষয়টি বেশি মাথায় ঘুরে সেটি হচ্ছে এর স্টোরেজ। আমি যদি কয়েক বছর আগে ফিরে যাই তাহলে বলতে হবে, তখন বাজারে SSD স্টোরেজ গ্রাহকদের ব্যবহারের জন্য এভেইলেবল ছিল না, সবাই HDD নিয়ে নিজেদের সিদ্ধান্ত নিতো। কিন্তু যখনই বাজারে SSD পরিচিত হওয়া শুরু করে তখন থেকে মানুষের আগ্রহ ব্যাপক বেড়ে যায়।

যেকোনো HDD স্টোরেজ থেকে কয়েক গুন বেশি দ্রুত ডেটা ট্রান্সফার হয় SSD তে। তবে হুট করেই কিন্তু আপনি যেকোনো SSD স্টোরেজ কেনার সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার পিসিতে বা মাদারবোর্ডে সে ক্যাপাসিটি আছে কিনা সেটা অবশ্যই আগে যাচাই করে নিতে হবে, সে বিষয়ে আলাপ অন্যদিন হবে।

SSD এর একটা সমস্যাও রয়েছে যেমন আপনি যদি অধিক স্পেস চান সেক্ষেত্রে SSD আপনার জন্য ভাল হবে না কারণ একটি 500GB SSD এর দাম অনেক বেশি। সেক্ষেত্রে আপনি একটি HDD এর সাথে একটি ছোট সাইজে SSD শুধু মাত্র উইন্ডোজটি বুটের জন্য ব্যবহার করতে পারেন।

বর্তমানে SSD যে শুধু মাত্র মেইনস্ট্রিম পিসি গুলোতে ব্যবহার করা হয় এমনটি নয় এটা এখন আমাদের প্রয়োজন হয়ে দাড়িয়ে। আজকের আলোচনাটি হবে বাজারের সেরা স্টোরেজটি নির্বাচন নিয়ে আজকের আলোচনায় উঠে আসবে হাই পারফরমেন্স এর জন্য আপনি কোন SSD ব্যবহার করবে কখন আপনার জন্য HDD স্টোরেজ বেশি দরকার হবে এমনকি আমি NAS অথবা নিয়েও কথা বলব।

জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।

সেরা হাই পারফরমেন্স SSD

Sabrent Rocket NVMe PCIe 4.0 SSD

বর্তমানে বাজারে গ্রাহকদের ব্যবহারের জন্য সবচেয়ে দ্রুত SSD হচ্ছে Sabrent এর Rocket NVMe PCIe 4.0। আপনার  PCIe 4.0 সাপোর্টেড মাদারবোর্ডে এই SSD দিয়ে ডেটা ট্রান্সফার স্পীড হতে পারে 5000MB/s এর মত।

আমাদের PCIe 4.0 vs PCIe 3.0 বেঞ্চমার্কিং এ দুর্দান্ত ফলাফল দিয়েছিল এই Rocket NVMe PCIe 4.0। বাজারের অন্যান্য ড্রাইভ গুলো একই কনফিগারেশন দাবী করলেও,  Sabrent এর ফার্মওয়্যার এবং অপটিমাইজেশন ছিল সবার সেরা। সম্ভাব্য গ্রাহকদের PCIe 4.0 মাদারবোর্ডে না থাকলে পুরাতন মাদারবোর্ড দিয়ে Rocket NVMe PCIe 4.0, Gen 3.0  স্পিড দিতে পারবে।

সাধারণ ভাবে বলতে গেলে যারা হার্ডওয়্যারে হাই পারফরমেন্স চান তাদের জন্য এক কথায় সেরা হবে এই Rocket NVMe PCIe 4.0 ড্রাইভটি। তাছাড়া আপনার মাদারবোর্ডে এখন PCIe 4.0 না থাকলেও ভবিষ্যৎ আপগ্রেডে সেরা বিনিয়োগ হতে পারে এটি। আর এত কিছুর পরেও বাজারের অন্য যেকোনো ড্রাইভ গুলোর চেয়ে বেশ সাশ্রয়ী এই ড্রাইভটি।

যদি  Samsung এর টপ ড্রাইভ গুলো যেমন, 970 Pro এবং 970 Evo Plus এর  কথা বলি তাহলে তাদের দুটি ড্রাইভের দামই অনেক বেশি কিন্তু পারফরমেন্স বিবেচনা করলে Rocket NVMe PCIe 4.0 এগিয়ে থাকবে। আপনার জন্য আরেকটি ভাল ড্রাইভ হতে পারে Corsair এর MP600 SSD এবং এটিও PCIe 4.0  সাপোর্টেড।

যদি, Rocket এবং MP600 দুটি ড্রাইভের SSD Endurance এর কথা বলি তাহলেও আপনি অবাক হবেন, এদের Endurance রেট 3, 600 TBW যেখানে Samsung 970 Pro এর 1, 200 TBW এবং 970 Evo Plus এর 600 TBW।

বর্তমানে বাজারে Rocket NVMe PCIe 4.0 এর 1TB পাওয়া যাচ্ছে ১৯৯ ডলারে (প্রায় ১৬৮৬৫ টাকা) এবং 2TB এর দাম পড়বে ৩৯৯ ডলার (প্রায় ৩৩৮১৫ টাকা)।

সেরা মেইনস্ট্রিম SSD

WD Black SN750 SSD

সাশ্রয়ী দামের মধ্যে সেরা পারফরমেন্স চাইলে আপনি নিতে পারেন WD Black SN750, SSD স্টোরেজটি। গত বছর আমাদের একটি টেস্টে  Samsung, HP, Corsair সহ আরও কিছু স্টোরেজ গুলোর সাথে বেঞ্চমার্কিংএ, WD Black SN750 পারফরমেন্স এবং ভ্যালু উভয় দিকেই এগিয়ে ছিল।

বর্তমানে Black SN750 এর, 250GB, 500GB, 1TB, এবং 2TB  এর মত চারটি ভার্সন রয়েছে। দামের কথা বলতে গেলে 250GB এর দাম পড়বে ৫৫ ডলার (প্রায় ৪৬৬১ টাকা), 2TB এর ৩৭০ ডলার (প্রায় ৩১৩৫৭ টাকা)। Black SN750 এর সবচেয়ে জনপ্রিয় ভার্সনটি ছিল 1TB যার দাম ১৫০ ডলার (প্রায় ১২৭১২ টাকা) কিন্তু এই ক্যাপাসিটির Samsung এর দাম ছিল ২২৫ ডলার (প্রায় ১৮৬৪ টাকা)। বুঝতেই পারছেন প্রায় ৭৫ ডলারের (প্রায় ৬৩৫৬ টাকা) ব্যবধান!

SN750 SSDটি NAND কন্ট্রোলার ব্যবহার করবে, এবং হার্ডওয়্যার ডিজাইন আগের WD Black মতই। আর এটার একটা পজিটিভ দিক কারণ যে সমস্ত ড্রাইভে আগের Solid Track Record, এবং নতুন ফার্মওয়্যার থাকে স্বাভাবিক ভাবে এই ড্রাইভ গুলো দারুণ পারফরমেন্স দেয়। তাছাড়া নতুন ভার্সনটিতে Heat Sick এর অপশনও রাখা হয়েছে যারা কুলিং নিয়ে টেনশন করছেন তাদের জন্যও এটি দারুণ সহায়ক হতে পারে।

আমরা WD Black SN750 কে সাশ্রয়ী মেইনস্ট্রিম ড্রাইভ বলার পাশাপাশি শীর্ষ NVMe ড্রাইভ বলেও উল্লেখ করব। তবে আপনি এর পাশাপাশি Corsair Force MP510 এবং PCIe 3.0 Sabrent Rocket  কেও দেখতে পারেন, সাশ্রয়ী দামের মধ্যে ওইগুলোও ভাল SSD স্টোরেজ। আরেকটি বিষয় বলে রাখা ভাল আপনি চাইলে আগের জেনারেশনের, 970 Evo, WD Black NVMe এবং HP EX92 কিন্তু ডিসকাউন্ট প্রাইসে নিতে পারেন।

পুরাতন পিসি বা ল্যাপটপের জন্য সেরা SATA অপশন

Crucial MX500

আপনি যদি SATA ইন্টারফেসের পুরনো ল্যাপটপ বা ডেক্সটপের সাশ্রয়ী দামে সেরা পারফর্মেন্স চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে Crucial MX500 স্টোরেজটি।

বেশির ভাগ SATA ড্রাইভ গুলো এখন তেমন পারফর্মেন্স না দিতে পারলেও আশা করছি আপনাকে Crucial MX500 হতাশ করবে না। আপনি এর 1TB MX500 ড্রাইভটি পেয়ে যাবেন মাত্র ১১৫ ডলারে (প্রায় ৯৭৪৬ টাকা)  এবং 500GB ড্রাইভের দাম পড়বে ৫০ ডলারের (প্রায় ৪২৩৭ টাকা) মত।

সেরা HDD স্টোরেজ

Seagate IronWolf NAS HDD

আপনি যদি বাজেট পিসির জন্য স্টোরেজ চান, অনেক স্পেস চান অথবা HDD চান তাহলে Seagate IronWolf NAS HDD ড্রাইভটি দেখতে পারেন।

3.5 ইঞ্চি ফর্ম ফ্যাক্টর ড্রাইভে 16 টেরাবাইট ডেটা ক্র্যাম করতে 7200 RPM এ চলমান PMR ড্রাইভটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। যেহেতু Seagate IronWolf NAS HDD একটি NAS ড্রাইভ তাই এটি কম দামে পাবেন না কিন্তু এটি আপনার জন্য বেশ নির্ভরযোগ্য, এবং উচ্চতর ক্ষমতা সম্পন্ন ড্রাইভ হতে পারে।

Seagate IronWolf NAS HDD এর কয়েকটি ক্যাপাসিটি ভার্সন রয়েছে যেমন, এর 1TB থেকে 4TB ড্রাইভ 5900 RPM এর, এবং 6/8/10/12/14/16 TB এর মডেল গুলো 7200 RPM এর।

সম্প্রতি হার্ড ড্রাইভ নির্মাতাদের SMR অথবা "Shingled Magnetic Recording" এর মাধ্যমে সস্তা ড্রাইভ তৈরি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। SMR ডিস্কগুলি বলতে বোঝানো হয়, একটি ডিস্ক প্ল্যাটারে আরও অধিক ডেটা সঞ্চয় করতে, এটি প্রচলিত চৌম্বকীয় রেকর্ডিং "CMR" ডিস্কগুলির চেয়ে আংশিকভাবে রাইটিং ট্র্যাকগুলিকে বেশি ওভারল্যাপিং করে, যার ফলে এগুলো ডেটা রাইটিং এর ক্ষেত্রে অনেক স্লো হয় যার ফলে পারফরমেন্সও তেমন ভাল হয় না।

তবে আপনি জেনে খুশি হবে Seagate IronWolf NAS HDD এর সকল ড্রাইভ গুলো CRM। তাছাড়া আপনি ২০০ ডলারের (প্রায় ১৬৯৪৯ টাকা) মধ্যে Seagate IronWolf NAS এর 8TB একটি ড্রাইভ কিনে নিতে পারেন।

বাজেট অপশন এর HDD

Seagate Barracuda

আপনি যদি আরেকটু কম দামের HDD চান এবং চান পারফরমেন্স ভাল হোক তাহলে আপনি  Seagate Barracuda দেখতে পারেন। আপনি এখানে ৫০ ডলার দিয়ে 2TB থেকে উপরের দিকে যেতে পারেন। এই মুহূর্তে বাজারের সবচেয়ে সস্তা এবং বেস্ট ভ্যালু হার্ড ড্রাইভ এটি।

আপনি একই সাথে এর  3TB, 4TB, 6TB, এবং 8TB ক্যাপাসিটির ড্রাইভও নিতে পারেন। Seagate Barracuda এর 4TB ড্রাইভের দাম পড়বে ৮৫ ডলার (প্রায় ৭২০৩ টাকা) এবং 8TB এর মূল্য ১৬০ ডলার (প্রায় ১৩৫৫৯ টাকা)।

1TB এবং 2TB ড্রাইভটি 7200 RPM এর, তার মানে এটি বুট ড্রাইভ এবং মডারেট আপ্লিকেশনের জন্য যথেষ্ট৷ তবে এর উপরের ভার্সন গুলো যা 5400 RPM এর কিছুটা স্লো হতে পারে। তবে দামের দিকে দেখলে এটি বেস্ট ভ্যালু দিচ্ছে।

এই সিরিজটি আমার ব্যক্তিগত ভাবে ভাল লাগার আরেকটি কারণ হচ্ছে এর Cache মেমোরি 256MB যেখানে অন্যান্য ড্রাইভ গুলোতে থাকে 64MB। আর যেকোনো HDD ড্রাইভের জন্যই কিন্তু অধিক Cache মেমোরি গুরুত্বপূর্ণ।

সেরা পোর্টেবল স্টোরেজ

Samsung T7 Touch

কয়েক বছর ধরেই পোর্টেবল সলিড SSD স্টোরেজের দিকে নজর দিয়েছে Samsung। তাদের  Samsung T5 সিরিজ দারুণ ছিল সেখানে এখন এসেছে T7 সিরিজ। নতুন ড্রাইভ গুলো সব দিক থেকে উন্নত করা হয়েছে, । স্লিম সাইজ, USB 3.2 (Gen2, 10Gbps) কানেক্টিভিটি এবং  SATA থেকে NVMe এ মুভ করার মাধ্যমে বাজারের সেরা পোর্টেবল স্টোরেজ বলা যায় Samsung এর T7 সিরিজকে।

অন্য যেকোনো ড্রাইভ থেকে ৩০%-৪০% বেশি দ্রুত T7। তাছাড়া ডেটা রাইটে আপনি পাবেন আপ টু 1, 000 MB/s স্পিড। ড্রাইভটিতে আপনি আরও কিছু অতিরিক্ত ফিচার পেয়ে যাবেন যেমন, AES 256-bit Hardware Encryption এবং Fingerprint Sensor। তাছাড়া পাবেন ৩ বছরের ওয়ারেন্টি।

মেটাল দিয়ে তৈরি এই 85 x 57 x 8 mm ডিভাইসটি আপনার হাতের তালুতে খুব ভাল ভাবেই সেট হয়ে যাবে। এই সাথে ডিভাইসটি সাপোর্ট করবে, Windows, macOS এবং Android অপারেটিং সিস্টেমে এতে। T7 একটি USB পোর্টের মাধ্যমে যেকোনো ডিভাইসের স্টোরেজ বাড়িয়ে নিতে সাহায্য করবে।

T7 ড্রাইভটির 500GB, 1TB এবং 2TB ক্যাপাসিটি ভার্সন রয়েছে।  এর 1TB মডেলের দাম পড়বে ১৯৯ ডলার (প্রায় ১৬৮৬৫ টাকা)।

সুপার স্পীড পোর্টেবল স্টোরেজ

Samsung X5 Portable SSD

আপনি যেকোনো ধরনের কাজের জন্য ভাল পারফরমেন্স পাবেন T7 দিয়ে কিন্তু আপনি যদি দ্রুত কিছু চান সেক্ষেত্রে আমি এগিয়ে রাখব Samsung X5 Portable SSD কে। NVMe বেসড এই ড্রাইভটি আপনাকে দেবে Thunderbolt 3 কানেক্টিভিটি। এর Read স্পীড আপ টু 2, 800 MB/s এবং Write স্পীড আপ টু 2, 300 MB/s।

Samsung এর দাবী, আপনি মাত্র ১২ সেকেন্ডে একটি ২০ জিবির 4K UHD ভিডিও ট্রান্সফার করতে পারবেন এই ড্রাইভটি দিয়ে। পারফরমেন্স দ্রুত হওয়াতে এই ড্রাইভটির দামও কিছুটা বেশি।

সেরা এক্সটারনাল হার্ড ড্রাইভ

Seagate Backup Plus Hub

যাদের কাছে ডেটা ব্যাকআপ বেশি গুরুত্বপূর্ণ এবং SSD এর মত পারফরমেন্স খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তাদের জন্য ভাল হতে পারে Seagate Backup Plus Hub হার্ড ড্রাইভটি। মাত্র ১৫০ ডলার (প্রায় ১২৭১২ টাকা) দিয়ে আপনি পেয়ে যাবে বেস্ট ভ্যালু 8TB হার্ডডিস্ক তবে এর আরও কিছু ভার্সন রয়েছে যেমন, 4 TB, 6 TB, এবং 10 TB। এখানে একটি বিষয় বলে নেয়া ভাল এই হার্ড ডিস্কের জন্য আপনার এক্সটারনাল পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে।

এটি দেখতে একটি Full Fledged External HDD এর মত, এতে দেয়া হয়েছে একটি USB 3.0 পোর্ট।

ডিফল্ট ভাবে উইন্ডোজে ব্যবহার করা যাবে এই হার্ড ডিস্কটি তবে আপনি একটা অতিরিক্ত ড্রাইভার ইন্সটল দিয়ে এটিকে macOS এ ব্যবহার করতে পারবেন। তবে Seagate Backup Plus Hub এর macOS জন্য আলাদা একটি ভার্সনও রয়েছে এবং সেটিও অতিরিক্ত সফটওয়ার দিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।

Seagate Backup Plus Hub এর ব্যাকআপ ইন্টারফেসটিও চমৎকার যা দিয়ে আপনি আপনার ডেটা সহজেই স্টোর করতে পারবেন এবং সেখানে ক্লাউড ব্যাকআপেরও ব্যবস্থা রয়েছে।

সেরা হোম NSA

Synology DiskStation DS418play 4-bay

বর্তমানে Network Attached Storage অথবা NAS ডিভাইস গুলো আর বেশি সাশ্রয়ী হয়েছে। আপনি যদি একটি হোম সার্ভার অথবা মিডিয়া সেন্টার খুঁজে থাকেন  তাহলে ব্যবহার করতে পারেন Synology DiskStation। Synology একই সাথে অন্য জায়গা থেকে ডেটা মাইগ্রেট করা এবং কোম্পানির সফ্টওয়্যার সেটআপ যেমন মিডিয়া স্ট্রিমিং, ফাইল শেয়ার ইত্যাদি আরও সহজ করে দিয়েছে। এছাড়া Home Surveillance এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন Synology DiskStation।

সাধারণত NAS এর প্রসেসিং পাওয়ার পরিমাপ করা হয় Drive Bay পরিমাণ দিয়ে। যারা হোম ইউজের জন্য, সকল ডিভাইসের সকল ডেটার ব্যাকআপ নিতে চায় তাদের জন্য DS218+ এর মত একটি 2-Bay ইউনিট যথেষ্ট। আপনি স্টোরেজের উপর ভিত্তি করে আরও কয়েকশো ডলার খরচ করে এই স্টোরেজ বাড়িয়েও নিতে পারেন।

আপনি যদি এডভান্সড হোম ইউজার হোন তাহলে, HD/4K স্ট্রিমের এর মত কাজ করার জন্য আরও 15TB স্টোরেজ বাড়িয়ে একটি 4-Bay ইউনিট নিতে পারেন। 4-Bay ইউনিটের এর মাধ্যমে আপনি হাই কোয়ালিটি স্ট্রিমিং সার্ভিসও পেতে পারেন।

অন্য ড্রাইভ ছাড়া 4-bay DS418play এর দাম শুরু হবে ৩৮৯ ডলার (প্রায় ৩২৯৬৭ টাকা) থেকে। একই সাথে Synology একাধিক ড্রাইভার অফার করে যেগুলো আপনার ডিভাইস গুলোতে সাপোর্ট করবে।

আপনি 4-bay DS418play এর মধ্যে পাবেন Dual-core Intel J3355 Processor যা Dual-Channel Transcoding সাপোর্ট করবে, 2GB of DDR3-1866 মেমোরি এবং এনক্রিপ্ট করার ক্ষেত্রে এর Read স্পীড হবে আপ টু 226MB/s এবং Write স্পীড আপ টু 185MB/s।

শেষ কথাঃ

আপনার জন্য কোন স্টোরেজটি সেরা হবে সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। আপনি যদি দারুণ পারফরমেন্স চান যেমন, গেমিং বা গ্রাফিক্স ডিজাইনিং এর মত কাজ স্মুথ ভাবে করতে চান তাহলে অবশ্যই হাই পারফরমেন্স SSD বাছাই করতে হবে, আমি একটি PCIe 4.0 এর স্টোরেজ নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তাছাড়া যদি আপনি চান যে দাম কিছুটা কম হবে কিন্তু পারফরমেন্স ভাল হবে তাহলে অবশ্যই একটি মেইনস্ট্রিম SSD বাছাই করুন। তাছাড়া আমি আলোচনা করেছি কখন আপনি HDD কে স্টোরেজ হিসেবে বাচাই করবেন।

তো সবার চাহিদা মত সকল স্টোরেজ নিয়ে আলোচনা করে ফেললাম, এবার আপনার প্রয়োজনীয়তা বুঝে সেরাটি বাছাই করে নিন।

তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, টিউমেন্ট করুন আপনি এখান থেকে কোন স্টোরেজটি বাছাই করলেন।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস