Corsair এর কম্পিউটার সাপ্লাই PSU এর VS, CV, CX, GS ও অন্যান্য সিরিজ গুলোর কোনটা কী? কম্পিউটার সাপ্লাই কিনতে অবশ্যই আপনার জানা উচিৎ

টিউন বিভাগ হার্ডওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আপনারা সবাই জানেন আমি অন্যান্য টিউনের পাশাপাশি প্রতিদিন বিভিন্ন টেক নিউজ দিয়ে যাচ্ছি। তো অনেকে একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলেন আর আজকে সেই বিষয়টি নিয়েই কথা হবে। আজকে আমি Corsair পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে আলোচনা করব।

কোন ইউজার যখন পাওয়ার সাপ্লাই ইউনিট কিনতে চায় তখন কিছুটা কনফিউশনে থাকে কোন সিরিজের Corsair পাওয়ার সাপ্লাই ইউনিট কিনবে। অনেকেই জানতে চায় এই সিরিজ গুলোর মধ্যে পার্থক্য গুলো কি কি। সিরিজ গুলোর মধ্যে পার্থক্য গুলো কোথায় এটাই খুঁজে বের করা চেষ্টা করব আজকে।

পাওয়ার সাপ্লাই ইউনিট এর Efficiency

আমি মূল আলোচনায় যাবার আগে 80+ সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেই। আপনি খেয়াল করে দেখবেন সকল Corsair পাওয়ার সাপ্লাই ইউনিটের প্যাকেটে 80+ দেয়া থাকে। তো এই জিনিসটি আসলে কি? 80+ হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট এর Efficiency এর একটি Certification। এবার আপনাকে বুঝতে হবে এখানে Efficiency এর মানে কি, সাধারণত কম্পিউটারের পাওয়ার সাপ্লাই আমাদের AC বিদ্যুৎ কে DC তে কনভার্ট করে আর এই কনভারসনের সময় কিছু পাওয়ার হ্রাস পায় যা সিস্টেমকে হিট করে। যদি কোন পাওয়ার সাপ্লাই ইউনিটের Efficiency বেশি হয় তাহলে এটি AC কম সংগ্রহ করবে এবং বাড়তি হিট কেও হ্রাস করবে।

আপনি কোন পাওয়ার সাপ্লাই ইউনিটের গায়ে 80+ দেখেই বুঝতে পারবেন এটা ৮০% Efficiency ক্ষমতা রাখে। 80+ এর মোট ছয়টি লেভেল আছে যেমন, 80+ White, Bronze, Silver, Gold, Platinum এবং Titanium। তবে আপনাকে মনে রাখতে হবে এখানে নির্দিষ্ট কিছু পয়েন্ট বিবেচনায় গুলো দেয়া হয়েছে। এগুলোর মানে এই না যে  Titanium হলেই আপনার পাওয়ার সাপ্লাই ইউনিট বেস্ট হবে। তবে অনেকে এই 80+ এর Certification এর উপর ভিত্তি করে পাওয়ার সাপ্লাই ইউনিট গুলোর গুনগত মান বিচার করে।

তবে অবশ্যই Titanium বেশি দিন টিকবে এবং ভাল সার্ভিস দেবে। সুতরাং বলা যায় এটি দক্ষতারও পরিমাপক।

আজকে আমি উত্তর দেবার চেষ্টা করব আপনার পিসির জন্য কোনটি কিনবেন।

প্রথমের আমি কম দামি সিরিজ থেকে  শুরু করব। এগুলো হল স্বল্প বাজেটের সিরিজ।

১. VS সিরিজ

প্রথমেই আসবে VS সিরিজ, এটি 80+ White স্ট্যান্ডার্ড এর, এর অভ্যন্তরীণ ডিজাইন কিছুটা পুরাতন। এটি যুক্তরাষ্ট্রের বাইরের দেশ গুলোতে বিক্রি হয়। এটি তুলনামূলক কম দামি তবে দাম কম বলেই যে এর পারফরম্যান্স খারাপ সেটা বলা যাবে, বাজারের অন্য কোম্পানির গুলোর পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে এটা বেশ ভালো। সুতরাং অফিসের কম্পিউটারের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন তবে হাই এন্ড কম্পিউটারের জন্য এটি একেবারেই উপযুক্ত নয়।

২. CV সিরিজ

এটিতে আছে 80 Plus Bronze Certification। তবে এটির সার্কিট পার্টকে কিছু আপগ্রেড করা হয়েছে এবং এর সাথে আগের VC সিরিজের এর খুব একটা পার্থক্য নেই।

৩. CX সিরিজ

বাজেট রেঞ্জের মধ্যে সব চেয়ে ভাল হচ্ছে CX এর সিরিজের পাওয়ার সাপ্লাই ইউনিটটি। এটি ২০১৭ সালের আপডেট একটি পাওয়া সাপ্লাই ইউনিট এতে যেহেতু 80+ Bronze Certification দেয়া হয়েছে সুতরাং ধরেই নেয়া যায় এটি আগের পাওয়ার সাপ্লাই ইউনিট গুলো থেকে বেশ ভাল। আপনি যদি ৬০, ০০০ এর আশেপাশের বাজেটের কোন পিসি বিল্ড করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে এটি। এর আরেকটি সুবিধা হচ্ছে এতে মডিউলার ভার্সনও পাওয়া যায়।

৪. GS সিরিজ

এবার কথা বলব GS সিরিজ নিয়ে। এই সিরিজে আছে 80+ Bronze। এটা সাধারণ বাজেট গেমারদের উপযুক্ত হবে, সাথে আছে RGB লাইট। যারা প্রাথমিক ভাবে গেমিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি একটি পাওয়ার সাপ্লাই ইউনিট হবে এটি। একই সাথে এর ফ্যানের সাউন্ড ও অনেক কম হবে। তবে আগের তুলনায় এর পারফরম্যান্স অবশ্যই ভাল পাবেন। বলে রাখা ভাল এটি এখন বাজারে পাওয়া যায় না।

এবার আমি কথা বলব মিড রেঞ্জের পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে

৫. CS সিরিজ

মিড রেঞ্জের কথা বলতে গেলে প্রথমেই যে সিরিজটি আসে সেটি হল CS। CS এর Certification হচ্ছে 80+ Gold। এতে আছে সেমি মডিউলার একই সাথে আগের সিরিজ গুলো থেকে কিছুটা প্রিমিয়াম। আপনি যদি আপনার পিসির গ্রাফিক্সের কথা মাথায় রাখেন তাহলে এটি দিয়ে শুরু করতে পারেন।

৬. TX-M সিরিজ

এবার আসি TX সিরিজ। এটি 80+ Gold Certification প্রাপ্ত। স্বাভাবিক ভাবে এই সিরিজে আগের সিরিজ গুলোর তুলনায় ভাল দেয়া হয়েছে। এর দাম কম রাখতে এতে ব্যবহার করা হয়েছে 135mm Rifle Bearing এর ফ্যান। তবে এর ভাল দিক হচ্ছে এটি Sleeve Bearing থেকে বেশি দিন স্থায়ী হবে।

এবার কথা বলব আপার রেঞ্জের পাওয়ার ইউনিট নিয়ে।

৭. RM সিরিজ

এবার আসে RM সিরিজ। এটি 80+ Gold Certification প্রাপ্ত। এটি 2018 সালের RMx এর উপর ভিত্তি করে বানানো হয়েছে তবে দাম কিছুটা কম রাখার জন্য, হালকা কিছু চেঞ্জ আছে যেমন এতে দেয়া হয়েছে কম দামী ফ্যান। এর একটি ভাল বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ক-লোড ৪০% থেকে ৫০% হবার আগ পর্যন্ত এর ফ্যান ঘুরা শুরু হবে না সুতরাং আপনি তুলনা মূলক শব্দে কাজ করতে পারবেন। এর ভেতরে যে ক্যাপাসিটর গুলো ব্যবহৃত হয়েছে সব গুলো জাপানিজ সুতরাং এটিও এটি ভাল দিক।

৮. RMx সিরিজ

RM থেকে কিছুটা উচ্চ মানের পাওয়ার সাপ্লাই ইউনিট হচ্ছে RMx। এটি RM থেকে বেশ দক্ষ এবং এর ফ্যানের নয়েজ ও বেশ কম। এখানে দামী ফ্যান ব্যবহার করা হয়েছে বলে দাম তুলনামূলক বেশি। RM এবং RMx এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই।

৯. HX সিরিজ

80+ Platinum স্ট্যান্ডার্ড এর একটি পাওয়ার সাপ্লাই ইউনিট হচ্ছে HX। এটি মূলত RMx এর মতই তবে এর স্ট্যান্ডার্ড যেহেতু বাড়ানো হয়েছে সুতরাং বলা যায় এটি আগের টির চেয়ে ভাল হবে। এটি যারা অনলাইনে বিভিন্ন রিভিউ দেন তাদের জন্য বেস্ট হবে।

১০. AX সিরিজ

এবার আসে AX সিরিজ যা 80+ Titanium Certification প্রাপ্ত। এটিকে বলা হয় ফ্লাগশীপ পাওয়ার সাপ্লাই ইউনিট। এটি একটি ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই ইউনিট। এতে ফ্যানের নয়েজ হবে আগের পাওয়ার সাপ্লাই ইউনিট গুলোর তুলনায় অনেক কম।

১১. SF সিরিজ

SF সিরিজ বেশ জনপ্রিয় একটি সিরিজ এটি, একই সাথে এর আছে 80+Gold এবং 80+ Platinum ভার্সন। এটাও একটা ফুল মডিউলার পাওয়া সাপ্লাই ইউনিট। এতে দেয়া হয়েছে জাপানিজ ক্যাপাসিটর সুতরাং বুঝায় যায় এটি একটি মানসম্মত পাওয়ার সাপ্লাই ইউনিট।

১২. RMi/HXi/AXi সিরিজ

এবার কথা বলব i সিরিজ নিয়ে। i সিরিজ বলতে বুঝায় RMi, HXi, AXi। এই সিরিজের পাওয়ার সাপ্লাই ইউনিট গুলোর মাধ্যমে ডিজিটাল ওয়েতে ইত্যাদি মনিটর করা যায়। তবে তিনটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে  যেমন,  RMi 80 Plus Gold প্রাপ্ত এবং HXi 80 Plus Platinum প্রাপ্ত।

শেষ কথাঃ

হয়তো বা আমার এই টিউনের মাধ্যমে আপনি এর পাওয়ার সাপ্লাই ইউনিট গুলো সম্পর্কে একটা ধরনা পেয়েছেন। তবে এখানে কোন পাওয়ার সাপ্লাই ইউনিট বেস্ট হলে এটা বলা বেশ কঠিন ব্যাপার কারণ আপনি কোনটি সিলেক্ট করবেন এটা নির্ভর করবে আপনি কি ধরনের পিসি বিল্ড করছেন তার উপর।

যদি সাধারণ কাজের জন্য পিসি বানাতে চান তাহলে প্রথম দিকের পাওয়ার সাপ্লাই ইউনিট গুলো ব্যবহার করতে পারেন আর যদি হাই এন্ড পিসি চান তাহলে শেষের গুলো দেখতে পারেন।

কেমন লাগল আজকেই এই টিউনটি তা অবশ্যই জানাবেন। আপনার বাজেট অনুযায়ী কোনটি বেস্ট তা অবশ্যই টিউমেন্ট করুন।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস