আজকে আপনাদের সাথে যে বিষয় টি আলোচনা করব তা হল কি ভাবে Nokia মোবাইলের হার্ডওয়্যার সমস্যা সমাধান করা যা তা এক জলক জেনে নিন
যারা মোবাইলের কাজ শিখে কাজ করে তাদের অবশ্যই প্রত্যকে মোবাইলের ডায়াওগ্রাম থাকে । করন ডায়াওগ্রাম ছাড়া কোন মোবাইলের সমস্যা সমাধান করা যায় না। কারন মোবাইলের ডায়াওগ্রাম এ দেয়া থাকে কোন আইসি টা Remove করতে হয় এবং সোল্ডারিং করতে হয়। আমি নিজেও শখের বসে শিখেছিলাম। মোবাইলের একটা গুরুত্বপূর্ন বিষয় হল আপনি যে মোবাইলে কাজ করবেন তখন অবশ্যই সেই এবং সেটর হার্ডওয়ার সম্বদ্ধে ধারনা থাকতে হবে।
এবার কাজে আসা যাক
All Nokia মোবাইলের হার্ডওয়্যার ডায়াওগ্রাম ।
এই ডায়াওগ্রাম সফটওয়্যারের মাধ্যমে আপনি যা জানতে পরবেন তা হল
1. Light solution
2. BB5 LOCAL MODE
3. CHARG solution
4. CHARGER NOT SUPPORT
5. KEYPAD solution
6. INSERT solution
7. CAMERA solution
8. MIC solution
9. BB5UNLOCK & CABLE FINDE
10. ইত্যাদি।
প্রথমে Open করার সাথে সাথে নাম দিয়ে Ok করতে হবে।
আপনার সেটের যে সমস্যা তার উপর ক্লিক করুন।
আমি এখানে ১২০০ সেটের র্চাজ সমস্যা সমাধানের উপর ডায়াওগ্রাম দেখলাম কিভাবে এর সমস্যা সমাধান করা যায়।
সবার কেমন লাগল জানাবেন
আমি jhantu.sa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল , কিন্তু একেবারে আনাড়ি বলে কিছু মনে থাকবে বলে মনে হয়না। কালকেই ভুলে যাব