আমি আজকে আলোচনা করবো কেন হার্ড ড্রাইভ করাপ্ট হয়, কি কিভাবে রিকভার করা যাই সেই বিষয় নিয়ে কথা বলবো।
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা যানি যে হার্ড ড্রাইভ হচ্ছে একটি স্টোরেজ Device, এই হার্ড ড্রাইভ এ আমাদের ইম্পরট্যান্ট অনেক তথ্য বা ডাটা থাকে, যার ফলে হার্ডডিস্ক করাপ্ট হলে আমরা খুব ছিন্তাই পড়ে যাই যে আমার এই ডাটা কি ভাবে উদ্ধার করবো বা কি কারণে করাপ্ট হল সে বিষয়ে আমরা গুগল বা অনন্য কোন সাইট এ সার্চ করি, অনেক সময় বড় ভাইদের কাজ থেকে হেল্প নেই। বিশেষ করে যারা আইটি সাপোর্ট এ জব করেন তারা তো প্রতিনিয়ত এই প্রম্লেম এ সুন্মুখিন হন। যেকোনো ভাবে ডাটা রিকভার করতে হবে কারণ অফিস এর অতান্ত মূল্যবান তথ্য থাকে।
আমি এই খানে এমন কিছু বিষয় তুলে ধরবো যাতে আপনি নিজেই আপনার হার্ড ড্রাইভ রিকভার করতে পারেন।এবং অন্যকে হেল্প করতে পারেন।
আমি সুমন ফারাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।