আসসালামু আলাইকুম,
ইন্টেল তাদের ৮ম জেনারেশনের প্রসেসর অক্টোবরের ৫ তারিখে রিলিজ করবে,এবারের কোড নেম কফি লেক। এই প্রথমবার চার কোরের কোর আই ৩ রিলিজ হবে। ইন্টেলের মতে কফি লেক প্রায় ৩২% দ্রুত কাবি লেক থেকে,ফলে কাবি লেক থেকে ভালো মাল্টিটাস্কিং এবং পারফমেন্স পাওয়া যাবে। তবে কফি লেক এবং কাবি লেকের জিপিউ একই আর্কিটেকচারের।এবং নতুন চিপসেট জেড৩৭০,এবং সকেট এলজিএ-১১৫১।
আর দাম প্রায় আগের জেনারেশনের কাছাকাছি।
আই থ্রি তে ২ কোরের বদলে ৪ কোর। (আমার মতে বেষ্ট বাজেট প্রসেসর কোর আই ৩ ৮১০০ $১১৭ প্রায় ৯৫০০-১০০০০টাকা)
আই ফাইভে ৪ কোরের বদলে ৬ কোর,সাথে ৬ থ্রেড। (মিডরেঞ্জের মধ্যে ইন্টেলের ৬ কোরের প্রসেসর কোর আই ৫ ৮৪০০ $১৮২ প্রায় ১৪৫০০-১৬০০০টাকা)
আই সেভেনে ৪ কোরের বদলে ৬ কোর,সাথে ১২ থ্রেড। (গেমিং, মাল্টিটাস্ক এবং পারফমেন্সের জন্য কোর আই ৭ ৮৭০০ $৩০৩ প্রায় ২৪০০০-২৬০০০টাকা)
নতুন কফি লেক প্রসেসরের কিছু ফিচারঃ
কফি লেকের ডেস্কটপ প্রসেসরঃ
Core i3 8100
Core i3 8350
Core i5 8400
core i5 8600
Core i7 8700
Core i7 8700k
ডেস্কটপের মত ল্যাপটপের প্রসেসর গুলোও কিছুটা চেঞ্জ হয়েছে।
কফি লেকের ল্যাপটপ প্রসেসরঃ
Core i5 8250u
Core i5 8350u
Core i7 8550u
Core i7 8650u
প্রসেসর গুলো সম্পর্কে আরো তথ্যর জন্য গুগলে সার্চ করুন।
লো থেকে হাই সকল বাজেটের জন্য এখন বেষ্ট চয়েজ হতে পারে ইন্টেলের প্রসেসরগুলো।আমার মতে যারা নতুন পিসি কিনবেন তারা কিছুদিন অপেক্ষা করতে পারেন নতুন প্রসেসরের জন্য।
ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam
আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।