এনভিডিয়া জি ফোর্স জিটিএক্স ১০৮০ টিআই (গেমারদের স্বপ্ন)

আসসালামু আলাইকুম,

২০১৭ সালের ফ্লাগশিপ গ্রাফিক্স কার্ড হল জিটিএক্স ১০৮০ টিআই। বেস্ট গ্রাফিক্স কার্ডের তালিকায় সবার উপরে রয়েছে।এনভিডিয়ার মতে জিটিএক্স ১০৮০ টিআই হল,এখন প্রযর্ন্ত তাদের উৎপাদিত বেস্ট গ্রাফিক্স কার্ড। জিটিএক্স ১০ সিরিজের গ্রাফিক্স কার্ডে আগের জেনারেশন থেকে প্রায় ৩গুন বেশি পারফমেন্স পাওয়া যাবে।সাথে আছে নতুন গেমিং টেকনোলোজি।জিটিএক্স ১০৮০ টিআই প্রায় ৩৫% দ্রুত জিটিএক্স ১০৮০ থেকে এবং প্রায় ৫% দ্রুত টাইটান এক্স থেকে।

আমাদের দেশের প্রায় সকল গেমারদের সপ্নের কার্ড। (অনেকেই সপ্নে জিএফ এর পরিবর্তে জিটিএক্স ১০৮০ টিআই কে দেখে) এক্সট্রিম গেমিং এবং ফ্লাগশিপ লেভেলের পারফমেন্সের জন্য বেস্ট চয়েজ হতে পারে এনভিডিয়ার জিটিএক্স ১০৮০ টিআই। অসাধারন এই কার্ড দিয়ে আগামী কয়েকবছর কোন প্রকার ঝামেলা ছাড়া প্রায় সকল গেমস আরামসে খেলা যাবে।

স্পেসিফিকেশনঃ

  • Codename: GP102
  • Architecture: Pascal
  • Pipelines: 3584 unified
  • Core Speed: 1481-1600 (Boost) MHz
  • Memory Speed: 11000 MHz
  • Memory Bus Width: 352 Bit
  • Memory Type: GDDR5X
  • Max. Amount of Memory: 11264 MB
  • DirectX: 12.1
  • Transistor Count: 12000 Million
  • technology: 16 nm
  • Features: DP 1.4, HDMI 2.0b, HDCP 2.2, CUDA, PCIe 3.0, GPU Boost 3.0, G-SYNC

এছাড়াও জিটিএক্স ১০৮০ টিআই এর ফাউন্ডার এডিশনও রয়েছে,

  • Crafted with premium materials and components,
  • including a die-cast aluminum body and 7-phase dualFET power supply.
  • And cooled by a radial fan with an advanced vapor chamber designed for consistent performance in even the most thermally challenging environments.

গ্রাফিক্স কার্ড সম্পর্কে আরো তথ্যর জন্য গুগলে সার্চ করুন। ইন্টারন্যাশনাল মার্কেটে জিটিএক্স ১০৮০ টিআই এর দাম কমতে শুরু করেছে,আমার মতে দেশের বাইরে থেকে আনিয়ে নেওয়াই ভালো হবে।তবে এই ক্ষেত্রে ওয়ারেন্টি পাওয়া যাবে না।

(বাংলাদেশি হিসেবে আমাদের জন্মগত অধিকার রয়েছে সকল জিনিসের উপর আজাইরা এক্সট্রা ভ্যাট দেওয়া, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে জিটিএক্স ১০৮০টিআই (১১জিবি) এর দাম শুরু $৬৯৯ বা প্রায় ৫৬০০০টাকার মত, আর আমাদের দেশে দাম শুরু ৭০০০০টাকা থেকে) এ নিয়ে আমাদের গর্ব করা উচিৎ, ডিজিটাল বাংলাদেশের জয় হোক।

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস