আসসালামু আলাইকুম,
আমাদের দেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে গ্রাফিক্স কার্ড সেটা হল এনভিডিয়ার জিটিএক্স ১০৫০টিআই, এর কারন হল আমাদের দেশের গেমারদের অধিকাংশই হল মধ্যবিত্ত এবং ছাত্র। কনফিগারেশন অনুযায়ী গেমিং ল্যাপটপগুলোর দাম অনেক বেশি, তাই গেমিং পিসির চাহিদা এখনো অনেক রয়েছে।
যাদের বাজেট বেশি তাদের গ্রাফিক্স কার্ড কেনার ক্ষেত্রে অনেক অপশন রয়েছে কিন্তু যাদের বাজেট সীমিত তাদের জন্য বাজেটের মধ্যে এটাই পারফেক্ট একটি গ্রাফিক্স কার্ড। পুরনো থেকে লেটেস্ট প্রায় সব রকমের গেমসই খেলা যাবে, লো, মিডিয়াম এবং হাই সেটিং দিয়ে। আগামী কয়েকবছর কাটিয়ে দিতে পারবেন এই কার্ড দিয়ে। যারা নতুন পিসি কিনবেন বা গ্রাফিক্স কার্ড আপগ্রেড করবেন তাদের জন্য বাজেট হিসেবে পারফেক্ট হবে জিটিএক্স ১০৫০টিআই।
ইন্টারন্যাশনাল মার্কেটে বর্তমানে জিটিএক্স ১০৫০টিআই এর দাম $১৪৯ ডলার বা প্রায় ১২হাজার টাকার মত। আর আমাদের দেশে দাম ১৪হাজার থেকে শুরু। আমাদের দেশে প্রায় সব ব্র্যান্ডেরই গ্রাফিক্স কার্ড গুলো পাওয়া যাচ্ছে।
গ্রাফিক্স কার্ড সম্পর্কে আরো তথ্যর জন্য গুগলে সার্চ করুন। দোকান ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে।
ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam
আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের একটা পোষ্ট করছেন ভাই। ধন্যবাদ।