আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। ssd নিয়ে একটি টিউন করবো ভেবেছিলাম। এরপর আমার ssd কিনার পরে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেললাম। SSD এর পুরো মানে হল Solid State Drive.এর ডাটা রিড রাইট স্পিড হল এর মুল বিশেষস্ত। আমার ssd টি হল samsung 960 evo m2 256 gb.এর ডেটা রিড স্পিড হল ৩.২ জিবি পি এস এবং রাইট স্পিড হল ১.৫ জিবি পি এস। যে কোন কাজ দ্রুত করার জন্য এর পরিচিতি এবং ব্যবহার।
আজকে আমার ভিডিও তে দেখাব যে কিভাবে m2 ssd ইন্সটল করতে হয়, এবং এর পারফর্মেন্স কেমন। সাধারনত ssd ব্যবহার হয় সব হেভি সফটওয়্যার ব্যবহার করার জন্য এবং রেন্ডারিং দ্রুত করার জন্য। এতে সময় এবং টাকা দুটোই সাশ্রয় হয়। যাদের হেভি টাস্ক থাকে তাদের জন্য ssd বেশ গুরুত্বপূর্ণ জিনিস।
installation and performence checking:
ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ,আশা করি ভিডিও টি আপনাদের ভাল লাগবে এবং সামনে আর ভাল টিউন আপনাদের উপহার দিতে পারি।এই টিউন সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাকে জানাতে পারেন।
ধন্যবাদ
আমি মুনিম তালুকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dam koto vai?