আগে মাইক্রোফোন বুস্ট ফাংশানটি ছিলো না, সঠিক ড্রাইভারটি দেয়ার পর সেটা এসেছে। আগে মাইক্রোফোনে প্রচুর নয়েজ রেকর্ড হতো, এখন মাইক্রোফোন বুস্ট কমিয়ে দিতেই নয়েজ একদম কমে গেলো <3 br="">
এছাড়া এখন লাইন ইন ইনপুট কাজ করছে বেশ ভালো ভাবে! স্টেরিও মিক্স দিয়ে অনেকগুলো সাউন্ড ইনপুট একত্র করে ব্যবহার করতে পারছি। এতে আমি গিটার রেকর্ড করতেও পারছি;)
সেখান থেকেই সামনের জ্যাক এনাবেল করা যাবে। আরেকটা কথা, সেটাপের পর পিসি রিস্টার্ট দিতে ভুলবেন না :p নাহলে ড্রাইভার রান করবে না, হেডফোন কাজও করবে না।
ডাউনলোড লিংক- আমার সাইট ঘুরে দেখার অনুরোধ থাকল
আমি আজিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আজিজুর রহমান, টেক ব্লগ লিখতে ভালবাসি। ourtechbd.com এর একজন প্রতিষ্ঠাতা অ্যাডমিন।