মোবাইল সার্ভিসিং বিষয়ে আমার প্রথম টিউনে আপনাদের আশাতীত সাড়া পেয়ে আমি অভিভুত। আমি চাই আপনারা যাতে নিজেদের ছোটখাট সমস্যাগুলো নিজেরাই সারাতে পারেন। মোবাইল যেহেতু একটি ইলেকট্রিক ডিভাইস এবং এটি ব্যাবহার হয় অত্যন্ত বেশি তাই এটির সমস্যাও বেশি। আবার সমস্যা বেশি বলে সমাধানও সহজ। আগের টিউনে আপনাদেরকে সেটের মাদারবোর্ড পরিস্কার করা শিখিয়েছিলাম। আসলে এটা করলেই মোবাইলের অধিকাংশ সমস্যা ঠিক হয়ে যায়। আমি ব্যাক্তিগত ভাবে অনেকজনকে চিনি এবং জানি যারা এই একটাই কাজ সেট ওয়াশ করা জেনেই একটি দোকান নিয়ে বসে আছে। যখন দেখা যায় ওয়াশ করে সেটটি ঠিক হলনা তখন তারা আমার কাছে বা অভিজ্ঞ অন্য কারো কাছ থেকে মেরামত করে কাষ্টমারকে দেয়। এতে কাষ্টমারের বিপুল পরিমান টাকা গচ্চা যায় কারন একটি সেটে আমাদেরকে সাধারনত কমপক্ষে ৫০টাকা লাভ করতেই হয়। সুতরাং যদি সেটটি দুইজনের হাত ঘুরে তবে স্বাভাবিকভাবেই ৫০+৫০=১০০ টাকা গায়েব। আমি আমার টিউনে কোন জটিল এবং কঠিন সমস্যা নিয়ে আলোচনা করবোনা । শুধুমাত্র কমন সমস্যাগুলোই আমার টার্গেট এবং যথাসম্ভব সহজভাবে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করব। আমার টিউনগুলো থেকে যদি আপনারা এইসব হাতুড়ে ইঞ্জিনিয়ারদের সমান কাজও করতে পারেন তবে আমি স্বার্থক।
প্রায় সবাই একটি সমস্যা নিয়ে ভুগেছি যেটা হলো আপনি কাউকে ফোন করেছেন, হঠাত করে দেখা গেল অপর প্রান্তথেকে শুধু হ্যালো হ্যালো করছে। আপনি যাই বলেন সে শুনতে পাচ্ছেনা। এখন চোখ বুজেঁ বলে দেয়া যায় আপনার সেটের মাইক্রোফোনের কোন সমস্যা হয়েছে। এখন সেটটি খুলে ছোট্ট এই পার্টসটি চেন্জ করে দিলেই আপনার সমস্যা আর থাকবেনা।
মাইক্রোফোন নষ্ট হলে আর যে লক্ষন গুলো দেখবেন-
১। আপনার কথা অপর প্রান্ত শুনতে পাচ্ছেনা। (হেডফোন ব্যবহার করলে ঠিকই কাজ হয়)
২। অপর প্রান্ত শুনতে পাচ্ছে কিন্তু আপনাকে এত জোরে বলতে হচ্ছে যে আপনার আওয়াজ সরাসরি পৌছেঁ যাবার কথা।
৩। নোকিয়া সেটগুলোতে হেলিকপ্টারের মতো আওয়াজ হতে পারে। (উভয় প্রান্তে)
৪। রেকর্ডিং সিষ্টেম থাকলে সেটা কাজ করবেনা।
সমাধান-
সবচেয়ে আদি ও অকৃত্তিম আসল সমাধান হচ্ছে নিকটস্থ কোন ভালো দোকানে গিয়ে এটি ঠিক করে নিন। ৫০-১০০টাকা নিবে। কারো কাছে আবার একনম্বর, দুইনম্বর, তিননম্বর, অরিজিনাল ইত্যাদি নানান প্রকারভেদের জিনিস থাকতে পারে। এরা ভালো জিনিস দিবে বলে দেড়শো টাকাও নিতে পারে। আসলে এই মাইক্রোফোন নামক ক্ষুদ্র জিনিসটি আমরা কিনি ৫-১০ টাকায়। আকাশ থেকে পড়বেন না আমাদের লাভ দেখে। এটা যেহেতু ব্যাবসা সুতরাং লাভ করতেই হবে। তো আপনি কিনতে গেলে হয়তো আমাদের রেটে পাবেন না। আপনাকে ১৫-২০টাকায় এটি কিনতে হতে পারে।
বিভিন্ন ধরনের মাইক্রোফোন-
এটি নোকিয়া ১১১০/১২০০/২৬০০ইত্যাদি সেটের মাইক্রোফোন।
এটি নোকিয়া ৫৩০০/৩১১০/৬৩০০ ইত্যাদি সেটের মাইক্রোফোন।
আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতায় এগুলো সাধারনত নষ্ট হয়না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এটাকে খুলে পরিষ্কার করে আবার লাগালে কাজ করে। কিন্তু একান্তই যদি নষ্ট হয় তবে আরেকটি কিনে এনে লাগান। এটার জন্য শুধুমাত্র চিমটাই যথেষ্ট। একটু খেয়াল করে সোজাউল্টা দেখে খুলুন এবং লাগানোর সময় যেভাবে খুলেছেন সেভাবেই লাগান।
এটি ইদানিং বহুল ব্যাবহৃত চায়না মোবাইলের মাইক্রোফোন। এটার জন্য আয়রন বা তাতাল এর প্রয়োজন হবে। এটা খুলে লাগানোর কোন মানে নাই। কাজ না করলে ফেলে দিয়ে সরাসরি আরেকটা লাগান। খোলার এবং লাগানোর সময় লাল-কালো তার মনে রাখুন। আমি দেখেছি এই মাইক্রোফোনটি নোকিয়া সহ সব সেটেই চমৎকার কাজ করে। সুতরাং নোকিয়া সেটে যদি মাইক্রোফোন ভালো কাজ না করে তবে তাতাল দিয়ে এইগুলো লাগিয়ে দেখেন। ভালো রেজাল্ট পাবেন।
এটি নোকিয়ার ইদানিং যে সেটগুলো আসছে সেগুলোতে ব্যবহৃত হচ্ছে। আমি বলি এটি যদি নষ্ট হয় তবে হাত দিতে না যাওয়াই ভালো। কারন এটা চেঞ্জ করা অত্যন্ত জটিল এবং কষ্টসাধ্য। হটগান ছাড়া এটা উঠানো বা বসানো যায়না। কাঁচা হাতে এটা নাড়াচাড়া করা মানে সেটের বারোটা বাজানো।
আশা করি মাইক্রোফোন নামক এই জিনিসটি নষ্ট হয়ে গেলে আপনাদের আর কারো স্মরনাপন্ন হতে হবেনা। নিজের জিনিস নিজে ঠিক করার মধ্যে বিরাট আনন্দ আছে। ট্রাই করেই দেখুননা!!!!!!
সামনের টিউনে থাকবে একটি সোলেমানী ট্রিকস বিশেষ একটি ফুঁ দেয়ার পদ্ধতি। যেটা দিলে জটিল কিছু সমস্যা দুর হয়।
সতর্কতা-
১। কেসিং খোলান সময় চতুর্দিক ব্যালান্স করে শক্তি প্রয়োগ করুন। কারন একটু চাপেই এটি ভেঙ্গে যেতে পারে। আর একবার ভাঙ্গলে অরিজিনাল কোয়ালিটি সম্পন্ন কেসিং আর কোথাও পাবেন না।
২। মাথা সবসময় ঠান্ডা রাখুন। মোটেও বিরক্ত হবেন না। প্রতিটি জিনিস যত্ন সহকারে আলাদা ও একত্র করুন। স্ক্রুগুলো একত্রে রাখতে চুম্বক ব্যাবহার করুন।
৩। সোল্ডারিং করার সময় খেয়াল করুন নিদিষ্ট জায়গার একচুল পরিমানও যেন এদিকওদিক না হয়।
আরেকটি কথা : যারা একবারে নতুন তাদের জন্য বলছি সেটের ভিতরে মাইক্রোফোন থাকে সব নিচের দিকে। যে কোন একটি ,মোবাইল হাতে নিলে দেখবেন নিচের দিকে একটি সুচেঁর সমান ছিদ্র আছে। এই ছিদ্র দিয়েই মাইক্রোফোন আপনার কথা ক্যাচ করে। সুতরাং সেট খুললে এই ছিদ্র বরাবর এই ডিভাইসটি খুজেঁ বের করুন।
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
বস আপনার নাম্বারটা আমার দরকার। প্লিজ জানাবেন 01712481703