কম্পিউটার সার্ভিসিং এ এনালাইজার কার্ড এর ব্যবহার (মাদাবোর্ড এ নো ডিসপ্লে এর কয়েকটা সমাধান)

বিসমিল্লাহির রাহমানির রাহীম

কম্পিউটারের চালাতে গেলে ছোট খাটো প্রভলেম হবেই। যারা অনেকদিন ধরে কম্পিউটার চালায় তারা দেখতে দেখতেই অনেক প্রভলেমের কারন ধরতে পারেন।আবার ইরর মেসেজ পরে বা গুগুলে সার্চ দিয়েও অনেক প্রভলেম নিজেই সমাধান করা যায়। কিন্তু যারা নতুন বা মনিটরে ডিসপ্লেই আসতেছে না তখন হয়তো এক্সপার্টদের সাহায্য প্রয়োজন হয়।আজ আমি আপনাদের এনালাইজার বা ডিয়োগনিস্টিক কার্ড এর কয়েকটা ব্যবহার দেখাবো যা আপনাকে প্রভলেম খুঁজে পেতে সাহায্য করবে বিশেষ করে নো ডিসপ্লে প্রভলেমের।

এটি একটি এনালাইজার কার্ড। এটি আপনার সাথে থাকা মানে একজন এক্সপার্ট  বড় ভাই আপনার সাথে থাকা। চলুন বড় ভাই সম্পর্কে কিছু জেনে নেই।সবার উপরে চার ডিজিটের যে ডিসপ্লে দেখতে পারছেন এখানে বিভিন্ন প্রকার কোড আসবে যা দেখে আমরা প্রভলেম সম্পর্কে ধারনা পাবো। তার পাশে ভোল্টেজ ইনডিকেটের এলইডি আছে। এগুলি দিয়ে পাওয়ার সপ্লায় থকে মাদারবোর্ড কোন  কোন ভল্টেজ পেয়েছে তা বুঝতে পারবো।  তার নিচে আছে স্পিকার। এর ব্লিপ শব্দ শোনেও অনেক সময় প্রভলেম সম্পর্কে ধারনা করা যায়।চলুন এবার কাজে যাওয়া যাক। প্রথমে এনালাইজার কার্ডটি মাদারবোর্ড এর পিসিআই স্লটে লাগিয়ে কারেন্টের সুইচ দেন।

পাওয়ার সপ্লায় থেকে ভোল্ট মাদার বোর্ড এর ঢুকলেই এনালাইজার কার্ড এর ৩.৩V aux  এলইডি জ্বলে উঠবে। না জ্বললে ধরে নিতে পারি পাওয়ার সপ্লাই খারাপ বা এসি পাওয়ার কর্ড ও সমস্যা হতে পারে। আর জ্বললেই পাওয়ার সপ্লায় ভালো তা কিন্তু নয়। আরো কিছু বিষয় আছে।এবার বিসমিল্লাহ বলে পিসির পাওয়ার সুইচে চাপ দেন। বড় ভাই এর দিকে তাকান। +১২ ভোল্ট, -১২ ভোল্ট ও +৩.৩ ভোল্ট সবগুলি এলইডি জ্বলবে। আর ডিসপ্লের দিকে তাকালে দেখবেন ভিবিন্ন প্রকার কোড আসতেছে এবং পরিবর্তন হচ্ছে। সাধারনত ৭/৮ বার কোড গুলি চেঞ্জ হয়ে স্থির হবে। এবং এর মধ্যে IRDY/BIOS এলইডি টি মিটমিট করে কিছুক্ষন জ্বলবে। আর এগুলির মানে বুঝাচ্ছে সবকিছুর ঠিক আছে।

এইবার আসি প্রভলেম অনুসন্ধানে।

১) যদি পিসির পাওয়ার সুইচ চাপার পর দেখেন বড় ভাই শুধু - - - - বা ০ ০ ০ ০ কোড দেখাচ্ছে তবে ধরে নিতে পারেন সমস্যাটা প্রসেসরে।

হয় প্রসেসর ঠিক মত বসে নাই। বা প্রসেসরের নিচের স্লটে কোথায় ময়লা আটকে আছে। বা প্রসেসরে যে ১২ ভোল্ট সকেট সেখানে ঠিক মত ভোল্টেজ পাচ্ছেনা।

২) আর যদি দেখেন কোড আসলো কিন্তু ২/৩ বার চেঞ্জ হবার পর  স্থির হয়ে গেলো। তাহলে ধরতে পারেন র‍্যাম এ সমস্যা। (র‍্যাম সাধারনত নষ্ট হয় না। ভালো করে মুছে লাগালে আবার কাজ করে)

উপরের দুইটা ঠিক থাকার পরও মনিটরে ডিসপ্লে না আসলে ধরতে পারেন মনিটর, ভিজিএ ক্যাবল বা গ্রাফিক্স কার্ড এ সমস্যা।

প্রভলেম ধরার একটি সাধারন নিয়ম :

  • - প্রথমে মাদারবোর্ড থেকে সব কানেকশন খুলে ফেলুন।
  • - শুধু প্রসেসর লাগিয়ে দেখুন কোড আসে কিনা
  • - এবার র‍্যাম লাগিয়ে দেখুন কোড চেঞ্জ হয়ে মনিটরে ডিসপ্লে আসে কিনা।
  • - এবার হার্ডডিক্স লাগান
  • বাকিটা তো মনিটরে মেসেজ পরেই বুঝতে পারবেন।

তার পরও না পারলে নিচে টিউমেন্ট অপশন খুলা আছে। আমি না পারলেও কেউ না কেউ সমাধান দেবে ইনশাআল্লাহ।

 

Level New

আমি Arman Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ও আর একটি কথা এনালাইজার কার্ড এ দাম কিন্তু বেশি না।
মেইড ইন চায়না গুলি ৪০০/৫০০ টাকার মধ্যেই পাবেন।
ঘরে বাচ্চা থাকলে যেমন অনেকে থার্মোমিটার কিনে রেখে দেন
তেমনি পিসি থাকলে একটি এনালাইজার কার্ড কিনে রেখে দিতে পারেন।

Level New

ফেইস বুকে আমি এখানে
https://web.facebook.com/alifcomputers.gazipur

কোথায় কিনতে পাওয়া যাবে?

    Level New

    এলিফ্যান্ড রোডে পাবেন। বাহিরের কম্পিউটারের দোকান গুলিতে পেতে পারেন।
    না পেলে আমাদের কাছ থেকে নিতে পারেন।

এত সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ।

    Level New

    তোমাকেও ধন্যবাদ, রাশেদ !

Level New

এনালাইজার কার্ড সব সময় লাগিয়ে রেখে কম্পিউটার ব্যবহার করলে কি কোনও সমস্যা আছে

    Level New

    তেমন কোন সমস্যা নেই। তবে এনালাইজার কার্ড এর হায়াত কিছুটা কমতে পারে!
    কিন্তু কেন আপনাকে এটা করতে হবে ?

Level 0

Thanks.

আমি কিছুদিন যাবত একটা সমস্যা মোকাবেলা করছি। সমস্যাটা হার্ড ডিস্ক নিয়ে। যেমন সারাদিন ভালো ভাবে কাজ করল কিন্তু পরের দিন কম্পিউটার চালু করতে গীয়ে পরলাম মহা বিপদে। হার্ড ডিস্ক ঘোড়েনা। হার্ড ডিস্ক ঘোড়েনা মানে boot fail. আমি হার্ড ডিস্কটাকে এদিক সেদিক কাত করলাম আবার হার্ড ডিস্ক ঘোড়া সুরু করলো, কিন্তু সমস্যা দেখা দিলো আরেক যায়গায় হার্ড ডিস্কটা খট খট আওয়াজ শুরু করলো। আমি ঠিক বুঝতে পারতেছিনা যে হার্ড ডিস্ক এর রিড হেডে নাকি মটরে নাকি ডিস্কে। আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি সমস্যাটা আসলে কি। সমাধানটাই বা কি? কেনোইবা সমস্যা টা হয়? যতদ্রুত সম্ভব আমাকে জানালে আমি উপক্রিত হব। আমার জন্য উত্তরটা জানা অনেক জরুরী কারন আমি প্রায় এই সমস্যাটা ফেস করছি।

Level New

হার্ডডিক্স পুরাতন হলে কিছুটা শব্দ করবেই।
হার্ডডিক্স সম্পর্কে বেশি কিছু জানি না। তাই বিশেষ কোন হেল্প করতে পারলাম না।
দুঃখিত !

mon theke onek dhonnobad apnake.

    Level New

    আপনাকেও মন থেকে ধন্যবাদ!

Level 2

আপনাকে অনেক ধন্যবাদ। পোষ্টটি প্রিয়তে রেখে দিলাম। এরকম টিউন আরো চাই ভাই……..

    Level New

    ধন্যবাদ! কারো উপকার করতে পারলে ধন্য!

Vai amar mother board 2 second chalu howar sate bondo hoy jay….powar suply…. processor sob tik ase ki korbo bujte partesina